আমাদের কথা খুঁজে নিন

   

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

 

সারাংশ ও সারমর্ম থেকে যেকোনো একটি দিতে হবে। নম্বর ৫

সারাংশ/ভাব-সংকোচন :

** ১. কোথা থেকে এসেছে আমাদের ....... জন্ম হয়েছে বাংলা ভাষার।

* * ২. আনন্দ প্রকাশ জীবনীশক্তির.....আঙ্গিকের শিল্পকলা

*** ৩. বাঙালি যেদিন ঐক্যবদ্ধ......... মৃত্যুপ্রায় করে রাখে।

*** ৪. একজন মানুষ..........মনুষ্যত্বের পরিচয়।

* ** ৫. সূর্যের আলোতে...আমরা মানুষ হয়ে উঠি।

সারমর্ম :

** ১. নমঃ নমঃ নমঃ............ আসে জল ভরে।

** ২. ভদ্র মোরা......... সকল বাধাহীন

*** ৩. এই যে বিটপী ......... ঠাঁই নহে অবনত।

*** ৪. সাম্যের গান গাই_.... লেখা নাই তার পাশে

*** ৫. হে সূর্য........... মনে হয় দামি। ভাবসম্প্র্রসারণ (একটির উত্তর দিতে হবে) : নম্বর ৫

*** ১. এ জগতে হায়... রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি।

** ২. করিতে পারি না কাজ ........ পাছে লোকে কিছু বলে।

*** ৩. বিশ্বে যা কিছু মহান.....অর্ধেক তার নর।

** ৪. আমার ভাইয়ের রক্তে........ভুলিতে পরি।

** ৫. জন্মিলে মরিতে হবে-হয় রে জীবন নদে।

*** ৬. বাংলার ইতিহাস এ দেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস।

* ৭. সঙ্গ দোষে লোহা ভাসে।

** ৮. লোভে পাপ, পাপে মৃত্য।

** ৯. জ্ঞানহীন মানুষ পশুর সমান।

** ১০. একতাই বল।

যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও : নম্বর ৫

অনুচ্ছেদ :

** ১. বাংলা নববর্ষ ** ২. একজন ফেরিওয়ালা

*** ৩. একুশের বইমেলা ** ৪. ট্রেনে ভ্রমণ

*** ৫. বিজয় দিবস *** ৬. কর্মমুখী শিক্ষা

অনুধাবন শক্তি পরীক্ষা :

যেকোনো একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে এবং নিচে ৩/৪টি প্রশ্ন থাকবে। অনুচ্ছেদটি ভালোভাবে পড়ে নিজের ভাষায় উত্তর লেখার চেষ্টা করবে।

তবে এজন্য বাংলা প্রথমপত্রের গদ্যের অধ্যায়গুলো খুব ভালোভাবে পড়তে হবে। পাশাপাশি পত্রিকাসহ গল্পের বই পড়া থাকলে কাজে লাগতে পারে।

ব্যক্তিগত পত্র/আবেদনপত্র/নিমন্ত্রণপত্র (একটি দিতে হবে)। নম্বর ৫

ব্যক্তিগত পত্র:

*** ১. মনে কর তোমার নাম নিবিড়। তোমার বন্ধুর নাম রাহুল।

সে খুলনায় থাকে। বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা উল্লেখ করে তার কাছে একটি পত্র লেখ।

** ২. তোমার বন্ধু মুমতাহিনার মা হঠাৎ মারা গেছেন। তাকে সান্ত্বনা জানিয়ে একটি চিঠি লেখ।

* ** ৩. মনে কর তোমার ছোট ভাই ষষ্ঠ শ্রেণীতে পড়ে।

তাকে 'পরীক্ষায় অসদুপায় অবলম্বন ব্যক্তি তথা জাতির জন্য হুমকিস্বরূপ' এই মর্মে একটি পত্র লেখ।

*** ৪. কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে তোমার ছোট বোন বনানীকে একটি চিঠি লেখ।

আবেদনপত্র :

*** ১. মনে কর, তোমার নাম প্রত্যয়। অষ্টম শেণীতে তোমার রোল নম্বর ০৩। হঠাৎ করে তোমার বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলেই তোমার লেখাপড়া বন্ধ হতে বসেছে।

এ অবস্থায় বিদ্যালয়ে ছাত্রকল্যাণ তহবিল হতে সাহায্য চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানি আবেদনপত্র লেখ।

** ২. শিক্ষাসফরে গুরুত্ব উল্লেখ করে তোমার স্কুলের প্রধান শিক্ষকের নিকট শিক্ষাসফরে যাওয়ার অনুমতি চেয়ে একটি আবেদনপত্র লেখ।

*** ৩. মনে কর, তোমার বাবা একটি ব্যাংকে চাকরি করেন। সম্প্রতি তোমার বাবার বদলি হয়েছে। তাই তোমাকেও তার সঙ্গে চলে যেতে হবে।

এ জন্য তোমার স্কুলের প্রধান শিক্ষকের কাছে ছাড়পত্র চেয়ে আবেদনপত্র রচনা কর।

*** ৪. ধর, তুমি পাতাবাহার উচ্চ বিদ্যালয়, দনিয়া, ঢাকার অষ্টম শ্রেণীর ছাত্র। তোমার স্কুলে একটি 'বিজ্ঞান ক্লাব' গঠনের অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানি আবেদনপত্র লেখ। নিমন্ত্রণপত্র :

*** ১. তোমার স্কুলে 'নজরুল জন্মজয়ন্তী' উদযাপন উপলক্ষে একটি আমন্ত্রণপত্র রচনা কর।

** ২. ধর, তোমার পাড়ায় 'আঞ্চলিক মৈত্রী সংঘ' নামে একটি ক্লাব আছে।

ক্লাবের পক্ষ থেকে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে একটি নিমন্ত্রণপত্র রচনা কর।

যেকোনো একটি প্রবন্ধ রচনা কর নম্বর ১০

** ১. বাংলাদেশের ষড়ঋতু ** ২. বাংলা নববর্ষ

** ৩. মুক্তিযুদ্ধ জাদুঘর ** ৪. আমার ছেলেবেলা ** ৫. বাংলাদেশের কৃষক

*** ৬. দৈনন্দিন জীবন ও বিজ্ঞান

*** ৭. ছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্য

** ৮. শ্রমের মর্যাদা

*** ৯. অধ্যবসায় *** ১০. স্বদেশপ্রেম।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.