আমাদের কথা খুঁজে নিন

   

জুনিয়র টাইগারদের দাপুটে জয়

মোসাদ্দেক হোসেন অফ স্পিনের পাশাপাশি ব্যাটিং করেন। সায়েদ সরকার একজন অফ স্পিনার। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব -১৯ দলের বিপক্ষে দুজনই বনে গিয়েছিলেন ব্যাটসম্যান। তাদের ব্যাটিং নৈপুণ্যে সাত ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ১০৪ রানের বড় ব্যবধানে জয়ী হয়ে সিরিজে এগিয়ে গেল জুনিয়র টাইগাররা। এ জয়ে মোসাদ্দেক ও সায়েদের পাশাপাশি অবদান রেখেছেন জুনিয়র ঘূর্ণিবাজ জুবায়ের হোসাইন, নিহাদুজ্জামান ও মেহেদি হাসানেরা।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পরিচিত কন্ডিশন, অনুকূল পরিবেশে টসে জয়ী হয়ে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অনূর্ধ্ব -১৯ দলের অধিনায়ক জসিমউদ্দিন। দলীয় ৮৪ রানে ৬ উইকেট হারানোর পর সপ্তম উইকেট জুটিতে মোসাদ্দেক ও সায়েদ ১১৯ রান যোগ করলে দলীয় রান ৯ উইকেটে ২২২ পৌঁছায়। সায়েদ ৬৬ বলে ৮৩ এবং মোসাদ্দেক ১০৭ বলে ৭৭ রান করেন। ২২৩ রানের টার্গেটে খেলতে নেমে ১১৮ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। এ জয়ের ফলে সাত ম্যাচের ওয়ানডে সিরিজ ১-০ ব্যবধানে এগিয়ে যায় টাইগাররা।

আগামীকাল একই মাঠে দুই দলের দ্বিতীয় ওয়ানডে।

 

 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.