আমাদের কথা খুঁজে নিন

   

নাচতে না জানলে কোর্ট বাঁকা

২০১০ সালে টুর্নামেন্টের ফাইনালে ওঠা এখন পর্যন্ত স্পেনের নাদালের সর্বোচ্চ সাফল্য। সেবার রজার ফেদেরারের কাছে হেরে গিয়েছিলেন তিনি।
লন্ডনের ওটু অ্যারেনায় টুর্নামেন্ট শুরুর আগে সোমবার এক সংবাদ সম্মেলনে নাদাল বলেন, “না, এটা কেবল ক্লান্তির জন্য নয়। অন্যতম প্রধান কারণ হচ্ছে, আমি ইনডোর কোর্টে খুব ভালো খেলোয়াড় হতে পারিনি। ”
নাদালের ক্যারিয়ারের ৬০টি শিরোপার মধ্যে কেবল দুইটি এসেছে ইনডোরে।

আর কোর্টের মধ্যে লাল মাটির 'ক্লে কোর্ট' যে তার প্রথম পছন্দ তা তার রেকর্ড আটবার ফ্রেঞ্চ ওপেন শিরোপা জয় থেকেই বোঝা যায়।
২৭ বছর বয়স্ক নাদাল তাই মনে করেন, এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস আয়োজকদের ক্লে কোর্টে টুর্নামেন্টটি আয়োজনের কথা বিবেচনা করা উচিত।
"ট্যুর ফাইনালস ২০০৫ সাল থেকে ইনডোরে হচ্ছে। তাই আমি নিজেকে কিছুটা দুর্ভাগা ভাবতে পারি। আমার জন্য আউটডোর বা অন্য ধরনের কোর্টে খেললে ভালো হয়।

এই টুর্নামেন্টের খেলার যোগ্যতা অর্জনের জন্য আমরা বিভিন্ন ধরনের মাঠে খেলি, কিন্তু ট্যুর ফাইনালটা সব সময়ই হচ্ছে হার্ড কোর্টে। "
তবে নিজের ক্যারিয়ারে এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস ভিন্ন কোর্টে দেখতে পারার আশা অবশ্য ছেড়ে দিয়েছেন নাদাল। তবে ভবিষ্যত প্রজম্ম পরিবর্তন দেখতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রতি বছর র‌্যাঙ্কিংয়ের সেরা আট খেলোয়াড় দুই গ্রুপে ভাগ হয়ে এই টুর্নামেন্ট অংশ নেয়। আর গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপের সেরা দুটি জন সেমি-ফাইনালে ওঠে।


সোমবার থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে শীর্ষ বাছাই নাদালের গ্রুপে আছেন তার স্বদেশী ডেভিড ফেরার, প্রথমবারের মতো এটিপি ওয়ার্ল্ড ট্যুর খেলতে নামা সুইজারল্যান্ডের ভাভরিঙ্কা ও চেক প্রজাতন্ত্রের টমাস বার্ডিচ।
'বি' গ্রুপে আছেন সার্বিয়ার নোভাক জোকোভিচ, সুইজারল্যান্ডের রজার ফেদেরার, আর্জেন্টিনার দেল পোর্তো ও ফ্রান্সের রিচার্ড গ্যাসকে।

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.