আমাদের কথা খুঁজে নিন

   

নাচতে না দেওয়ায় পূজামণ্ডবে হামলা, প্রতিমা ভাঙচুর

কালীপূজার উৎসবে নাচতে না দেওয়াকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার সাওঘাট মন্দিরের হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

গতকাল সোমবার রাত সাড়ে ৯টায় উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকার কালপিদ চন্দ্র দাসের বাড়ির মন্দিরে এ ঘটনা ঘটে। এ সময় কালি পূজার জন্য তৈরিকৃত চারটি প্রতিমা ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নয়জন আহত হয়েছেন। স্থানীয় পুলিশ একজনকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত ৯টার দিকে সাওঘাট পশ্চিম মনিপাড়া মন্দিরে কালীপূজার উৎসব চলছিল। এসময় স্থানীয় ফারুক মিয়া, রোমান মিয়া, রহমান, পাবেল মিয়া, আল-আমিন, শান্ত ও পনিরসহ ২০ থেকে ৩০ জনের একটি সন্ত্রাসী দল ওই পূজামণ্ডবে যায়। এসময় সন্ত্রাসীরা ওই উৎসবে জোরপূর্বক নৃত্য করতে গেলে পূজা কমিটির সদস্য বাদল তাদের বাধা দেন। এতে ক্ষপ্তি হয়ে সন্ত্রাসীরা বাদল ও নয়ন নামে দুজনকে পিটিয়ে আহত করে। এক পর্যায়ে তারা খাবার (প্রসাদ) নষ্ট করে।

পরে সন্ত্রাসীরা মন্দিরের ভেতরে প্রবেশ করে চারটি প্রতিমাসহ ডেকোরেটর, প্রতিমা আসবাবপত্র, লাইট ভাঙচুর করে।

খবর পেয়ে ভুলতা ফাড়ি ইনচার্য তারিফুজ্জামান একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পলিয়ে যায়। এ সময় পুলিশ পনির হোসেন (৩২) নামে এক সন্ত্রাসীকে আটক করে। তাণ্ডব চলাকালে বাদল দাস (৩০), নয়ন (৩২), রাজকুমার (২৭)সহ নয়জন আহত হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.