আমাদের কথা খুঁজে নিন

   

মিশন মার্স দর্শন (ছবি ও তার বর্ননা) এবং এই অধমের স্বপ্ন

একজন নগর পরিকল্পনাবিদ যে কিনা পৃথিবীরর বাইরে থেকে পৃথিবীকে দেখতে, জানতে ভালোবাসে।

আজ ভারত মার্স অরবিটার মিশন স্যাটেলাইট উৎক্ষেপণ করল।আর তা লাইভ দেখতে পাওয়াটা ব্যাপারটা বেশ উপভোগ্য ছিল। তাই লাইভ চলাকালীন তোলা কিছু ছবি নিয়ে হাজির হলাম। আর এই অধমের স্বপ্নটা----সে না হয় শেষেই বলি। ১ প্রথমেই মার্সের কিছু বর্ননামূলক ছবি পৃথিবী ও মার্সের মধ্যকার সবচইতে কম দূরত্বের অবস্থান। এর উপর ভিত্তি করেই মার্স অরবিটার মিশন ডিজাইন করা: পৃথিবী ও মার্সের কিছু তুলনা: ২ মিশনের প্রাণ স্যাটেলাইট বা পেলোডটি যা সকল সেন্সর বহন করে মার্সকে প্রদক্ষিন করবে ল্যাবে: হিট শিল্ড ক্যাপসুলে: ৩ মিশনে ব্যবহার করা লন্চ ভেহিকল যা স্যাটেলাইট বা পেলোডকে মহাশূন্যে নিয়ে গিয়েছে ৪ মিশন হল শুরু টি-২৭ সেকেন্ড বা উৎক্ষেপণের ২৭ সেকেন্ড পূর্বে: ইগনিশন: যাত্রা শুরু: পর্যবেক্ষণ: পৃথিবীর চারিদিকে প্রদক্ষিন শুরু (ছবিতে প্রদক্ষিনরত কক্ষপথের তথ্য দেখা যাচ্ছে): পৃথিবীর চারিদিকে প্রদক্ষিন শেষে মার্সের পথে যাত্রা শুরু: ২০১৪ সালের ১৪ই সেপটেম্বর এটি মার্সে পৌছাবে। ****এই অধমের স্বপ্ন একটাই আর তা হল বাংলাদেশে বসে বাংলাদেশের মিশন মার্স দর্শন। জানি আমরা পারবই আর স্বপ্ন সত্যি হবেই

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।