আমাদের কথা খুঁজে নিন

   

টিভি হাইলাইটস

নাটক 'ফিরে আসি বারবার'

মোহনা টিভিতে আজ রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে জে এস টেলিমিডিয়া একক নাটক 'ফিরে আসি বারবার'। মোঃ আলী ও শাজাহান আলী প্রযোজিত। নাট্যকার সানি আলমের গল্পে নাটকটির নাট্যরূপ দিয়েছেন আবু হাসনাত মুঞ্জু। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব, নাদিয়া, জিনিয়া, আফতাব, পারভিন প্রমুখ। নাটকটি পরিচালনা করেছেন আবু হাসনাত মুঞ্জু।

নাটকের কাহিনীতে দেখা যাবে-মধ্যবিত্ত ঘরের একটি মেয়ে ভার্সিটিতে পড়ে পড়াশোনার পাশাপাশি একটি চাকরি খোঁজেন অনেকদিন ধরে। কিন্তু পান না। পরে একটি অফিসে ইন্টারভিউ দিতে যান।

 

নীলচুড়ি

সগীর মিয়ার বয়স ৭০। কিছুদিন হলো তৃতীয় বিয়ে করেছে।

নতুন বউ আয়না খুবই সুন্দরী। অভাবী ঘরের মেয়ে আয়না পরের বাড়িতে কাজ করত। সগীর মিয়া অবস্থাসম্পন্ন মানুষ। তাই তার ঘরে আসতে পেরে আয়না খুশি। অন্যদিকে, সগীর মিয়াও আয়নাকে পেয়ে সুখী।

আরও দুই বউ থাকলেও তারা আগের মতো সগীর মিয়ার সেবা যত্ন করে না। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিছবি 'নীল চুড়ি'। জিনাত হোসেন যুথীর রচনায় এটি পরিচালনা করেছেন তারিকুল ইসলাম। অভিনয়ে শাহরিয়ার শুভ, শশী, আমিরুল হক চৌধূরী, চিত্রলেখা গুহ প্রমুখ। নাটকটি রাত ৮টায় মাছরাঙায় প্রচার হবে।

 

নাটক 'আনিতা অনিত্য তুমি'

অপরাধ, অলৌকিক, অন্ধকারবিষয়ক ধারাবাহিক নাটক অ-এর গল্পে আজ প্রেমিকা ছিনতাই-এর গল্প 'আনিতা অনিত্য তুমি'।

এটি বাংলাভিশনে প্রচার হবে রাত ৯টা ০৫ মিনিটে।

আমাদের চারপাশের অপরাধের বাস্তব ঘটনা নিয়ে এ ধারাবাহিকটি নির্মিত হচ্ছে।

তানভীর হোসেন প্রবাল-এর পরিচালনায় 'অ-এর গল্প' ধারাবাহিক নাটকটি উপস্থাপনা করেছেন শামীম শাহেদ। এতে অভিনয় করেছেন সীমানা, চাষী, সাজু প্রমুখ।

 

'মিউজিক ক্লাব'-এ ব্যান্ডদল আর্ক

বাংলাভিশনের ফোনোলাইভ স্টুডিও কনসার্ট 'মিউজিক ক্লাব'-এ আজকের অতিথি ব্যান্ডদল আর্ক। সরাসরি সমপ্রচারিত এই অনুষ্ঠানে দর্শকরা ফোন করে ব্যান্ডদল আর্ক-এর সঙ্গে কথা বলার পাশাপাশি গানের অনুরোধ করতে পারবেন।

গানের পাশাপাশি তারা কথা বলবেন তাদের জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে।

নাহিদ আহমেদ বিপ্লবের প্রযোজনায় 'মিউজিক ক্লাব'-এর এই পর্বটি বাংলাভিশনে সমপ্রচারিত হবে আজ রাত ১১টা ২৫ মিনিটে।

 

নাটক অপরাজিতা

আরটিভিতে আজ রাত ৯টা ৫০ মিনিটে প্রচার হবে ভিন্নধারার কাহিনী নিয়ে নির্মিত ধারাবাহিক নাটক অপরাজিতা।

মাতিয়া বানু শুকুর রচনায় ধারাবাহিকটি পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন,শম্পা রেজা,সাদিয়া জাহান প্রভা,স্বাগতা ,শ্যামল মাওলা,সাজ্জাদ রেজা, আল মামুন,সামস সুমন,কে এস ফিরোজ,সাবেরী আলম,খাইরম্নল ইসলাম পাখী,নয়ন,শামিমা নাজনিন,প্রসূন আযাদ,কাজী উজ্জল,ডায়না, রুশাসহ প্রমুখ।

 

মেগা ধারাবাহিক 'ট্রাম্পকার্ড'

এটিএন বাংলার আজ রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে মেগা ধারাবাহিক 'ট্রাম্পকার্ড'। রশীদ নিউটনের রচনায় ধারাবাহিকটি পরিচালনা করেছেন তারেখ মিন্টু। অভিনয় করেছেন চন্দা মাহজাবীন, আল মামুন, শিরিন বকুল, শামস সুমন, সাজ্জাদ রেজা, নোভা, মিমো, সুমনা সোমা প্রমুখ।

নাটকের কাহিনী আবর্তিত হয়েছে এভাবে-খান পরিবার ও চৌধুরী পরিবারের মধ্যে পুরনো শত্রুতা। এক পরিবার আরেক পরিবারের নামও শুনতে পারে না। সব সময় পরস্পরের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগে থাকে।

 

নাটক 'সংসার সীমান্তে'

একুশে টেলিভিশনে নতুন ধারাবাহিক নাটক 'সংসার সীমান্তে। সম্পূর্ণরূপে হাসি-কান্না, সুখ-দুঃখ সহ বিভিন্ন নাটকীয়তায় ভরা একটি পারিবারিক নাটক 'সংসার সীমান্তে'।

এ. আলম খানের রচনা এবং কাজী আমিরুল ইসলাম শোভার পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, আজিজুল হাকিম, মীর সাবি্বর, নাদিয়া, আলভী, ওভিদ রেহান, পুতুল, শামীম

জমান, শিরীন আলম, সাবেরি আলম, আজাদসহ আর অনেকে।

নাটকটি আ রাত ৯টা ৩০ মিনিটে একুশে টেলিভিশনে প্রচার হবে।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.