আমাদের কথা খুঁজে নিন

   

আশরাফুলের সমস্যা মানসিক

আশরাফুলকে নিয়ে একটা গল্প বলি। তখন সে জাতীয় দলের ক্যাপ্টেন। এর মধ্যে কান্ট্রি ক্রিকেট খেলতে গেছে । সেখানে যাওয়ার পর দলের কোচ দেখলো এই ছেলেতো নেটে অসম্ভব ভালো ব্যাটিং করে, কিন্তু ম্যাচে এত বাজে শট খেলে আউট হয় কেন? কোচের ধারণা হলো এই ছেলের সমস্যা মানসিক। নিয়মিত অনুশীলন বাদ দিয়ে তার জন্য রাখা হলো সাইক্রিয়াটিস্ট।

আশরাফুল কান্ট্রি খেলে দেশে ফিরলেন। এয়ারপোের্ট মুন্নি সাহার মত কেউ তাকে জিগ্গেস করলো, আপনার অনুভুতি কি? আপনাকে নিয়ে ওখানে কি বলেছে? লাইভ টিভিতে আশরাফুল উত্তর দিলো, - আমার তো খুব ভাল্লাগসে! আমারে বলসে, আমার সব কিছু ঠিকঠাক, খালি সমস্যা আছে, মানসিক। আমার নিজের চোখে দেখা। জাতীয় দলের অধিনায়ক বলছেন তার নাকি মানসিক সমস্যা! আশরাফুল বরাবরই এমন বোকাসোকা একজন মানুষ। একবার তাকে প্রশ্ন করা হয়েছিল কোন নায়িকা তার পছন্দ? সে পছন্দ করেছিল, বাংলা সিনেমার একজন এক্সট্রাকে।

নায়িকাকে নয়। এমন গাধা টাইপের একজন মানুষের ম্যাচ ও স্পট ফিক্সিং সংক্রান্ত বিবৃতি এমন ডিটেইল হবে, আমি ব্যাপারটা বিশ্বাস করতে পারছিনা। আশরাফুলের অংক জ্ঞান যদি এত ভালো হত, তাহলে নিজের ক্যারিয়ার স্ট্যাট নিয়ে সে আরো অনেক বেশি সচেতন থাকতো। এই জটিল হিসাব তার করতে পারার কথা না। এখানে আরো অনেক বড় প্লেয়ার আছে, এবং তারা সবাই ক্রিকেট প্লেয়ার না।

আমি নিশ্চিত ব্যাপরটা অনেকটাই পলিটিক্যাল এবং আশরাফুলের হাতের বাইরে। বারবার ইণ্ডিয়ার নামটা আসছে এবং তাদের সাথে ম্যাচগুলোও আসছে। অন্য কিছু আসছে না। এটা কি তাদের লজ্জাজনক হারের প্রতিশোধ? ঠিক যেমন করে তারা আইসিএল করে অনেক দেশের সাথে সাথে আমাদের দেশের প্রমিসিং ক্রিকেটারদের ধ্বংস করে দিয়েছিল? আইপিএল করে মোটা অংকের টাকা দেখিয়ে অন্যান্য দেশের ক্রিকেটারদের ফিটনেসের আর কমিটমেন্টের বারোটা বাজিয়ে ছিল? কেন জানি মনে হচ্ছে একটা বিশ্রি পরিস্থিতির শিকার আমরা হবো। যেহেতু আমরা কোনদিন নিজেদের দেশের মানুষের পাশে দাড়াই না, এখানেও দাড়াবো না।

আশরাফুলের জন্য খারাপ লাগছে। তার কপালে দুঃখ আছে। যারা তার পাশে থাকবে বলসে, এবং তাকে এখন বলির পাঠা বানাচ্ছে, তারা অবশ্যই তার খোঁজ খবর নিবে না। সাপোর্টাররাও তার দিকে আর মুখ ফিরে তাকাবে না। বাংলাদেশের গোল্ডেন বয়ের স্থান হবে ক্রিকেট ইতিহাসের অন্ধকারতম কোনে।

সংগৃহীত । ধন্যবাদ সবাইকে । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.