আমাদের কথা খুঁজে নিন

   

আমি বদলাই নি শুধু হয়েছি সংশোধিত

আমি পবিত্র ভালোবাসার কথা বলি,আমি পরিবর্তনের স্বপ্ন দেখি,চাই আনন্দের পৃথিবী।

কথা দিয়ে কথা রাখা মানব জীবনের অতি গুরুত্বপূর্ণ বিষয়। যে কথা রাখা যায় না তা বলাই ঠিক নয়। এই পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই। চাইলেই হয় তবে সেই পথে তো হাটতে হবে , খেয়াল রাখতে হবে আমি এটা চাই।

জীবনে চলতে গেলে নানান রকম ক্রিয়া-প্রতিক্রিয়া হয়,এতে মানুষ মাঝে মাঝেই খেই হারায় । এই ক্রিয়া-প্রতিক্রিয়া স্বাভাবিক। অন্যের উপর নির্ভরশীল এমন ব্যাপারগুলো এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ, আমি বলছি না যে তা থেকে দূরে থাকতে হবে তবে খুব বেশী আমলে না নেয়াই শ্রেয়। পৃথিবীর বেশীর ভাগ মানুষ একই রকম শুধু পারিপার্শিক অবস্থা তাদের চিন্তা ও চেতনার পার্থক্য গড়ে দেয়। জীবনে আমার এই করতে হবে ঐ করতে হবে তা ভাবতেই জীবনের সহজ গতিকে জটিল করি অযথা মানসিক চাপ তৈরী করি।

প্রয়োজন নেই অযথা ভাবার। মনে যা ভাল লাগে তাই করি, মনের যত্ন করি। এখন কথা হল মন চাইতে পারে যে রহিমের মত আমিও সিগারেটে একটান বসাব । এটা স্বাভাবিক ,তাই বলে এটা করব কেন ?? আমি তো জানি ক্ষতি হবে । নিজের ভাল কে না চায় ?যে নিজেকে ভালোবাসে সে অন্যকে ভালোবাসতে জানে কারন তুমি তো একদিন অন্যের ভালোবাসায় জড়াবে।

আর তোমার জন্মলগ্ন হতে যে তুমি তোমার পিতা-মাতা,ভাই-বোনের ভালবাসায় পূর্ণ তা কেন ভুলে যাও!! খুব বেশি কৌতুহল হলে অনুপযুক্ত সময়ে একবার একটান দিও বাজে লাগবে,তখন এই বাজে অনুভূতি স্মরণে রেখো, তা থেকে দূরে থাকায় সাহায্য হবে। সবার মাঝে নিজেকে আলাদা ভাবার চেষ্টা সবারই থাকে। নিজের চেষ্টা,অধ্যাবসায় ও আত্নশক্তি এ পথে আবশ্যক। আর কে কি ভাবে, না ভাবে তা আমলে নিবার কিছু নাই কাজটা যে ঠিক তুমি তো জানো আর এই জানায় থাকতে হবে আত্নবিশ্বাস। আমি বদলাই নি শুধু হয়েছি সংশোধিত ,আমার জন্য আমার এই লেখা।

মানুষকে ঘৃণা কর না কেননা প্রত্যেকটি মানুষের মাঝে ভালো মানুষ থাকে। ঐ ভালো মানুষ সুপ্ত হলে তা জাগিও। ভালোবাসার মাঝে সম্পর্ক খুজিও না কারন সম্পর্ক জরুরী নয় প্রয়োজন ভালোবাসার। মানুষের ভালোবাসা যে তোমার চলতি পথে সহায়ক।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।