আমাদের কথা খুঁজে নিন

   

আসুন বদলাই আগামীর জন্য.........।!!!!!!!!!!!

আমারা প্রতিনিয়ত পদদলিত হচ্ছি. বড় বড় নেতা আমলাদের ক্ষমতার কাছে। ন্যয় থেকে বঞ্চিত হচ্ছি আমাদের নিরব বিবেকের কারনে। আমি প্রায় লক্ষকরি সর্বত্র যেমন : বাস , ট্রাক. লঞ্চ, স্টিমার ট্রেন সব যায়গায়, মানুষের মুখে শুধু একটাই কথা পরিবর্তন চাই, গণতন্ত্রর নামে যে রাজতন্ত্র শাষন ব্যবস্থা তার হাতথেকে, আমি প্রায় বলতে শুনি সরকারি দল এর নামে নানান দুর্নীতির কথা, বিরোধী দলের দুর্নীতির কথা কম শুনিনা. আমাদের কে যে যখন শাষন করে আমরা তারপ্রতি ক্ষিপ্ত হই, এবং পরবর্তিতে আমরা অন্যজনকে ভোট দিয়ে জয় যুক্ত করি যেন সে নতুন উদ্যমে আমাদের খালিপেটে লাখি মারতে পারে। আমরা পাবলিকরা আমাদের মৌলিক অধিকার থেকে প্রতিদিন বঞ্চিত হচ্ছি তাতে কি ভোট দেয়া তো আমাদের নাগরিক অধিকার ভোট আমাদের দিতেই হবে। পরিনাম একটাই আমাদের রক্ত কেউ চুষে খায়, আবার কেউ চিবিয়ে খায়।

আমরা আবার গলাকাটা মুরগির মত ঝটফট করি। আসুন আমরা আবার যুদ্ধকরি নিজের সাথে সামনে এখোনো অনেক দিন বাকি, আমরা সবাই একত্রিত হই, কোন প্রতিক নয়। “না” হোক আমাদের একমাত্র প্রতিক। নিজেকে ওদের বিরুদ্ধে দাড়করানোর সাহস যখন আমাদের নেই, তবে “না” দিয়ে সূচনাটা হলে মন্দ হবে না মনে হয়। সহজ পথ কেউ দেখিনা কঠিন পথ খুজি, লেবাস মোদের দেশপ্রমিকের রক্ত বিদ্রোহী, নিজের ঘরে চালাক মোরা আমরা বাঙ্গালি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।