আমাদের কথা খুঁজে নিন

   

নিজেকে বদলাই...



আমার লেখার শুরুটা একটা গল্পদিয়ে করি। এক রাজার ইচ্ছা হলো সে দধের সুইমিং পুলে গোসল করবে। সে সারা দেশে সব গোয়ালাকে জানিয়ে দিলো, পরদিন সকালে সবাই যেন এক কলসি দুধ তার সুইমিং পুলে দিয়ে যায়। রাজ্যের এক গোয়ালা ভাবল, "সবাই তো দুধ দিয়ে যাবে, আমি এক কলসি পানি দিলে তা কি আর ধরা যাবে। " যেমনি ভাবা, তেমনি কাজ।

পর দিন দুপুরে রাজা এলো গোসল করতে। এসে দেখে সবই তো পানি। যা ঘটেছে তা হলো, রাজ্যের সব গোয়ালাই একই চিন্তা করেছিল। আমর দেশের মানুষ গুলোও যেন তেমনি ভাবছে। কোন সমস্যার কথা উঠলেই অন্যরা কে কি করল-না করল, কার কি করা উচিত তা নিয়ে বক্তব্য দেয়া আরম্ভ করে দিবে।

নিজে কি করছি তা ভাবছি না। সেই প্রসঙ্গে জানতে চাইলে বলবে, "আমার একা পরিবর্ত নে আর কি হবে!" সবার মধ্যে এই একই চিন্তা রাজার দুধের সুইমিং পুলের মতোই হচ্ছে। আমরা সবাই কেন যেন নিজের মতো করে কিছু ভাবতে পারছি না, ভাবতে চাচ্ছি না। যে আমদের যে ভাবে বুঝাচ্ছে, আমরাও ঠিক তাই শুনে মাতামাতি করছি। চিলে কান নিয়ে গেছে বলে কানের পিছনে দৌঁড়াচ্ছি।

একটা মহল যারা শুধু মাত্র তার নিজের স্বার্থের জন্য যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা ধরছে, বাতাস বুঝ পাল তুলছে... আজ এক কথা বলছে তো, কাল আরিক কথা বলছে। নিজের ষোলানা বুঝে নিচ্ছে... ভাবছে না অন্যের কথা, ভাবছে না দেশের কথা, দেশের মানুসের কথা। তাদেরকে আমরা সবাই জানি, চিনি। তবুও কেন আমরা পারি না আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করছি না। আমরা এখন ও ভাবতে পারি না, আমার দেশের একটা লোক যতই প্রতিভাবান হোক না কেন, তাকেই আমি আমার রাষ্টের গুরুত্বপূর্ণ পদে বসাবো।

ততটা যোগ্য হলে, তাকে প্রয়জনে রাষ্টের সর্বোচ্চ আসনে বসাবো। আসুন আমরা, নিজ স্বার্থের উর্ধে গিয়ে দেশকে নিয়ে ভাবি। আমরা হাল ছেড়ে না দেই। আমরা নিজেকে পরিবর্তন করি... শুধু হতাশা গুলো নিয়ে না ভাবি। ভাবি সম্ভবনা গুলো নিয়ে।

পূর্ব জার্মান এবং পশ্চিম জার্মান এর মধ্যবতী "বার্লিন ওয়ালের" কথা আমরা জানি... জানি ওটা ভেঙ্গে ফেলার ইতিহাস টা। আসুন আমরা ঐরকম একটা দিনের স্বপ্ন দেখি... যেদিন আমার দেশের সব মানুষ এক হবে, ব্যক্তি স্বার্থের উপর দেশের স্বার্থের কথা ভাববে। আসুন, সেই স্বপ্নটা নিয়ে আজ এই মূহুর্ত থেকে নিজেকে বদলাই... আমার দেশের মুখোশ পড়া মানুষ রুপি স্বার্থপর তথাকথিত বুদ্ধিজিবি, রাজনীরিবিদ -এর কথার সুরে সুর মিলিয়ে কথা না বলি। নিজের মতো করে চিন্তা করতে শিখি। পরিশেষে, একটা অনুরোধ সবার কাছে... আমরা নিজেকে, নিজ জাতি, নিজ দেশকে সম্মান করার অভ্যাসটা গড়ে তুলি।

"আমরা বাঙ্গালীরা এমনই। " নিজেদের নিজেরা এমন নেতিবাচক গাল দেয়া বন্দ করি। নিজেদের নিজেরা সম্মান না করলে অন্যরা কেন আমাদের সম্মান করবে ! ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.