আমাদের কথা খুঁজে নিন

   

সহজে শিখুন ফ্লাশ [পর্ব-০৯] ::ফ্লাশ এনিমেশন তৈরি করুণ দারুণ এক পোর্টেবল সফটওয়ার দিয়ে

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
ফ্লাশ এনিমেশন তৈরি করার দারুণ এক পোর্টেবল সফটওয়ার হল Portable SWF Text 1.4 এটি দিয়ে আপনি সুন্দর ফ্লাশ বাটন আরো দারুণ দারুণ লেখা দিয়ে বানিয়ে নিতে পারবেন ফ্লাশ এনিমেশন একদম সোজা। প্রথমে এখান থেকে Portable SWF Text 1.4 স্ফটোয়ায়রটি ডাউনলোড করে নিন।

অথবা এখান থেকে তারপর চালু করে নিন মাউসের ডাবল ক্লিক করে সেটআপ দেওয়ার কোন প্রয়োজন নেই।
তাহলে নিচের মত আসবে। এবার Movi বক্স থেকে আপনার ফ্লাসের সাইজ নিন। এবার Background বাটনে ক্লিক করে কালার সিলেক্ট করে দিন তারপর Background ইফেক্ট থেকে ব্রাকগ্রাউন্ড ইফেক্ট সিলেক্ট করুণ এবার আপনি ফ্লাশ এনিমেশন এর মধ্যে কোন লেখা লিখতে হলে Text বাটনে ক্লিক করুণ এবার Font বক্স থেকে আপনার পছন্দের ফন্ট সিলেক্ট করুণ আর ফ্লাশে সাউন্ড দিতে হলে Sound বাটনে ক্লিক করুণ । সবশেষ Publish বাটনে ক্লিক করে ফ্লাশ ফরম্যাটে সেভ করুণ।

এবার দেখুন কেমন হয়েছে আপনার ফ্লাশ ফাইলটি । আজ এই পর্যন্ত।

সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.