আমাদের কথা খুঁজে নিন

   

আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু 

আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হবে না বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপজেলা নির্বাচনের প্রতি ইঙ্গিত করে ফখরুল বলেন, ৫ জানুয়ারিনির্বাচনে শতকরা ৫ ভাগ মানুষও ভোট কেন্দ্রে যায়নি। আওয়ামী লীগ সরকার আজ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভোটারবিহীন ওই নির্বাচনে তারা গণতন্ত্রকে আবারও হত্যা করেছে। এ রকম নির্বাচন থেকে আজ প্রমাণ হয়ে গেছে, আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না। জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে লন্ডন প্রবাসী আখতার মাহমুদ রচিত 'বাংলাদেশি জাতীয়তাবাদ ও তারেক রহমান' শীর্ষক গ্রন্থের প্রকাশনা উপলক্ষে এ আলোচনা সভা হয়। দেড়শ পৃষ্ঠার এ বইয়ের প্রকাশক রুক্কু শাহ ক্রিয়েটিভ পাবলিশার্স। গ্রন্থের মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা। অনুষ্ঠানের শুরুতে গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, প্রকাশক আমজাদ হোসেন খান জামাল প্র্রমুখ বক্তব্য রাখেন। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে গ্রন্থের লেখক আখতার মাহমুদ উপস্থিত ছিলেন না। আয়োজকরা তার আশু আরোগ্য কামনা করেন। দশম সংসদ নির্বাচনে না যাওয়ার দলীয় সিদ্ধান্ত 'সঠিক ছিল' দাবি করে বর্তমান সময়ের পরিস্থিতি তুলে ধরেন মির্জা ফখরুল। তিনি বলেন, ওই নির্বাচনকে সামনে রেখে সারা দেশে সরকারের তাণ্ডবে ৩০০ মানুষ হত্যা করা হয়েছে। বিনা বিচারে ওইসব হত্যাকাণ্ড ঘটেছে। এখনো হত্যাকাণ্ড হচ্ছে। এটি অত্যন্ত আশঙ্কাজনক পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে। নেতা-কর্মীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, হতাশ হলে চলবে না। প্রতিবাদের মাধ্যমে নতুন সূর্য উঠবেই। টঙ্গীতে ছাত্রদলের এক কর্মীর 'গুম' হওয়ার ঘটনার কথা উল্লেখ করে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, গতকাল ওই কর্মীর বাবা আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। ১২ জানুয়ারি তার ছেলেকে দক্ষিণখান এলাকা থেকে তুলে নিয়ে যাওয়ার পর এখনো সন্ধান মেলেনি। টঙ্গী কলেজের ওই ছাত্রের অপরাধ সে জাতীয়তাবাদী ছাত্রদল করে। বিচারবহিভর্ূত হত্যাকাণ্ডের বিষয়ে আরও বলিষ্ঠ ভূমিকা পালন করার জন্য গণমাধ্যমের প্রতি অনুরোধ জানান তিনি। দলের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী, ঢাকা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর চৌধুরী আলমসহ অনেক নিখোঁজ নেতার সন্ধান না পাওয়ার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমরা কোন দেশে বাস করছি, সেখানে গুম করে বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীদের হত্যা করা হয়। রাস্তার পাশে মানুষের লাশ ফেলে দেওয়া হয়। এভাবে গুম করে নিয়ে হত্যাকাণ্ডের ঘটনা কোনো সভ্য দেশে বরদাশত করা হয় না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.