আমাদের কথা খুঁজে নিন

   

তারেকের গ্রেফতারি পরোয়ানা লন্ডনে

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ব্রিটিশ সরকারের কাছে আনুষ্ঠানিক গ্রেফতারি পরোয়ানা পাঠানো হয়েছে। তারেক রহমানকে প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অধিশাখা থেকে। তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে মূলত ঘুষের অর্থ লেনদেনের মামলায় আদালতের মুখোমুখি করাই হচ্ছে সরকারের লক্ষ্য। মামলার যুক্তিতর্ক শুনানির জন্য ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মোতাহার হোসেন আজ ৭ নভেম্বর দিন ধার্য করেছেন।

মঙ্গলবার পাঠানো ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, পলাতক আসামি তারেক রহমানের বিরুদ্ধে আদালতের ইস্যু গ্রেফতারি পরোয়ানাটি ঢাকার জাতীয় অপরাধ প্রতিহত কমিটি থেকে যুক্তরাজ্যের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোতে (এনসিবি) পাঠানো হয়েছে। ওই আসামিকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ব্রিটিশ সরকারকে অনুরোধ করা হলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, অবৈধ অর্থ লেনদেনের মামলায় তারেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য আদালত নির্দেশ দিয়েছিলেন। ওই কর্মকর্তা জানান, আদালতের নির্দেশ অনুযায়ী তারেককে ফিরিয়ে আনতে গ্রেফতারি পরোয়ানা যুক্তরাজ্যের সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার কাছে পাঠানো হয়েছে। বিষয়টি ইন্টারপোলকেও জানানো হয়েছে।

জানা গেছে, টঙ্গীতে ৮০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ পাইয়ে দেওয়ার জন্য নির্মাতা প্রতিষ্ঠান কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের মালিক খাদিজা ইসলামের কাছ থেকে তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা নেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ২০০৯ সালের ২৬ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় তারেক রহমান ও তার ব্যবসায়িক অংশীদার গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা দায়ের করে দুদক। ২০১০ সালের ৬ জুলাই অভিযোগপত্র দেওয়া হয়। ২০১১ সালের ৮ আগস্ট মামলার অভিযোগ গঠন করেন আদালত।

 

 



সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।