আমাদের কথা খুঁজে নিন

   

হৃদয়ে রক্ত ক্ষরন এবং রাজনীতির আগুনে পোড়া একজন মনির



কাল থেকে আমার হৃদয়ে রক্ত ক্ষরন হচ্ছে যখন দেখলাম একজন পঞ্চম শ্রেণীর ছাত্র আপাদমস্তক পুড়ে কয়লার রঙ ধারন করে হাসপাতালের বেডে পড়ে আছে। আজ সকালে ছেলেটা অিভমান করে চলে গেল না ফেরার দেশে। নিজেকে খুব অসহায় মনে হচ্ছে আমার। বারবার মনে হচ্ছে এই কোন দেশে বাস করি আমি! এই আমার সোনার বাংলা!সরকারী চাকুরে হওয়ায় গত তিনদিনের হরতালে আমাকে বাধ্যতামূলক অফিসে আসতে হয়েছে, গাজীপুরের সেই একই রাস্তায় যেখানে ঘুমন্ত মনিরকে পুড়িয়ে দাহ করা হয়েছে। ওই স্থানটা ক্রস করার সময় আমারও ভয় হয় এই বুঝি মানুষরূপি হায়নাদের রোষানলে পড়ছি।

বারবার মনিরের জায়গায় নিজেকে ভাবি, আর নিদারুন কষ্টে আমি দুমড়ে মুষড়ে যাই। মাঝে মাঝে মনে হয় ওদের কে বলি তোর ভাই, ছেলে, সন্তান আত্মীয়ের গায়ে এমন আগুন দিয়ে দেখ কেমন লাগে তোর……হায়নার দল অসহায় আমি বড় অসহায়, হয়তো এমন দেখতে দেখতে আমিও একদিন খবর হয়ে যাব কোন এক রাস্তায়। অসহায় পরিবার পরিজন কান্নায় ভেঙ্গে পড়বে, সারাদেশের মানুষ হায় হায় করবে শুধু এতটুকু টলবেনা-টলবেনা হায়নার হৃদয়। আবার হয়তো কোন ভাষনে সাফাই দিবে “আন্দোলন করতে গেলে হয়তো আরও কিছু প্রাণহানি হবে। জানমালের ক্ষতি হবে।

কিন্তু দেশের স্বার্থে, মানুষের স্বার্থে এই ক্ষতি মেনে নিতে হবে”। জানতে পারি কোন দেশের স্বার্থে! কোন মানুষের স্বার্থে এই ক্ষতি মানতে হবে!বোকার স্বর্গে বাস করি আমরা!সবই যে ক্ষমতার ফন্দি এটা কে না জানে। কবি বলেছিলেন, স্বার্থক জনম আমার জন্মেছি এই দেশে। এখন বোধ করি এই দেশে জীবন নিরর্থক বৈ নয়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।