আমাদের কথা খুঁজে নিন

   

ইবিতে ফের ভিসির কার্যালয়ে ছাত্রলীগের ভাঙচুর

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসির কার্যালয়ে ফের হামলা চালিয়েছে ছাত্রলীগের কয়েকজন চাকরীপ্রত্যাশী নেতাকর্মী। এসময় তারা ভিসি ও প্রো-ভিসি কার্যালয়ের কয়েক কর্মকর্তাকে অশালীন ভাষায় গালিগালাজ করে কক্ষ থেকে বের করে দিয়েছে বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে এঘটনা ঘটে। তবে ইবি ছাত্রলীগের আহ্বায়ক বলেছেন, ভাঙচুরকারীরা ছাত্রলীগের কেউ নয়।

সূত্র জানায়, আজ বেলা ২টার দিকে ক্যাম্পাসের কার্যদিবস শেষ হবার সময় ছাত্রলীগের আশিকুর রহমান জাপান, তৌফিকুর রহমান হিটলার, লেলিন, কাশেম, টিটোসহ কিছু বহিরাগত নেতাকর্মী প্রশাসন ভবনে প্রবেশ করে।

তারা ভিসি অফিসে গিয়ে ভিসিকে না পেয়ে অভ্যর্থনা কক্ষ ও কর্মকর্তাদের কক্ষে গিয়ে এলোপাথাড়িভাবে চেয়ার, টেবিল, টেলিফোন ভাঙচুর করে। প্রয়োজনীয় প্রশাসনিক কাগজপত্র তছনছ করে ফেলে ও উপস্থিত কর্মকর্তাদের অশালীন ভাষায় গালিগালাজ করে তাদের কক্ষ থেকে বের করে দেয়।

এদিকে, ইবি ছাত্রলীগের আহ্বায়ক শামীম হোসেন বলেন, ভিসির অফিসে ভাঙচুরকারীদের সঙ্গে ছাত্রলীগের কোন সম্পর্ক নেই। এরা বহিরাগত ও নিয়োগ প্রত্যাশী।

বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম বলেন, ভাঙচুরের খবরটি শুনেছি।

আমি ঢাকায় আছি। ক্যাম্পাসে এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ছাত্রলীগের নিয়োগ প্রত্যাশী গ্রুপের নেতাকর্মীরা এর আগেও কয়েক দফায় প্রশাসন ভবন, ছাত্র উপদষ্টো, প্রক্টর ও ভিসির কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.