আমাদের কথা খুঁজে নিন

   

ইবিতে অনির্দিষ্টকালের জন্য ছাত্ররাজনীতি নিষিদ্ধ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার ছাত্ররাজনীতির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দপ্তর সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

সূত্র মতে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আসন্ন ভর্তি পরীক্ষাকে সামনে রেখে ও দেশের চলমান রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ সচল রাখার স্বার্থে ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ছাত্ররাজনীতির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার মিছিল, মিটিং, পিকেটিং, মানববন্ধন, লিফলেট বিতরসহ সকল প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভিতরে বহিরাগতদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানানো হয়েছে। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.