আমাদের কথা খুঁজে নিন

   

ইবিতে কাল হতে অপেক্ষমান তালিকা থেকে সাক্ষাত্কার

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণীর প্রথমবর্ষের অপেক্ষমান তালিকায় উত্তীর্ণদের সাক্ষাত্কার আগামীকাল সোমবার থেকে শুরু হবে।

এছাড়া বিশেষ কোটায় আবেদনকারীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটি এ তথ্য জানিয়েছে।

অপেক্ষমান তালিকায় স্থানপ্রাপ্তদের সাক্ষাতকার সংশ্লিষ্ট ইউনিট সমন্বয়কারীর কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

সাক্ষাত্কারের সময় ভর্তিচ্ছুকে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র, সনদপত্র, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, ২কপি পাসপোর্ট সাইজের ছবিসহ প্রয়োজনীয় কাগজপত্র সাথে করে নিয়ে আসতে হবে।

সূত্রমতে- বিশ্ববিদ্যালয়ের মোট ১৪শত ৬৫টি আসনের মধ্যে ৭শত ৯৯জন মেধা তালিকা থেকে ভর্তি হয়েছে। বাকি ৬শত ৬৬টি আসন শূন্য রয়েছে। আগামী ১৮ ফেব্রুয়ারি সকাল ৯টায় ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনের ডিন অফিসের সভাকক্ষে বিশেষ কোটা হতে ভর্তিচ্ছুদের সাক্ষাত্কার অনুষ্ঠিত হবে।

পরীক্ষার দিন মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারীদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার-এর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.molwa.gov.bd/muktijodha.php -এ প্রকাশিত মুক্তিযোদ্ধাদের নামের তালিকার আইডি নং সম্বলিত সনদপত্র ও ভর্তির সঙ্গে সংশ্লিষ্ট যাবতীয় মূল কাগজপত্র নিয়ে সশরীরে উপস্থিত থাকতে হবে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd ও  www.iubd.net থেকে জানা যাবে।

 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.