আমাদের কথা খুঁজে নিন

   

আগাম সতর্কতা মাইক্রোসফটের

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার উইন্ডোজ ব্যবহারকারীরা সাইবার হ্যাকিং ঝুঁকিতে থাকায় আগাম সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে মাইক্রোসফট।
সাইবার আক্রমণে ব্যবহৃত অন্যতম দুটি হাতিয়ারের একটি হচ্ছে অপরিচিত অ্যাকাউন্ট থেকে ইমেইল আসা। লিংক সংযুক্ত ওই ইমেইল প্রিভিউ বা চেক করার সময় ক্লিক করে ফেললে হ্যাকাররা কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। মেসেজিংয়ে একই রকমের লিংক বা বিভিন্ন অফারের লোভনীয় ফাঁদ পাততে পারে হ্যাকাররা। এতে ইমেইল বা ওয়েব কনটেন্টের মাধ্যমে পাঠানো অনুরোধ ক্লিক করলেই নিয়ন্ত্রণ চলে যাবে হ্যাকারের হাতে।
এ ধরনের ঘটনায় সতর্ক থাকতে বলেছে মাইক্রোসফট। ব্যবহারকারীদের প্রয়োজন অনুযায়ী সিকিউরিটি আপডেট দেবে বলেও জানিয়েছে মাইক্রোসফট।
একই সময়ে কম্পিউটারের কনফিগারেশন পরিবর্তনের পরামর্শ দেওয়া হয়েছে। সিকিউরিটি ব্যবস্থা আপডেট থাকলে, এ ধরনের ক্ষতিকর মেইলগুলো ব্লক করা সহজ হবে বলে জানিয়েছে মাইক্রোসফট।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।