আমাদের কথা খুঁজে নিন

   

আমার প্রথম ধর্ষন

সাহেব-বিবি-গোলাম.....সাবধান..

দেশে দেশে ধর্ষন। ইন্ডিয়া তো এই কাজে সবার থেকে এগিয়ে। তো বাংলাদেশ পাশে থেকে চিন্তা করল এই কাজে আমরাই বা পিছিয়ে থাকব কেন! তাই এই কাজে আমরাও অনেক দক্ষতা দেখাতে লাগলাম। সেই সূত্রে আমিও বাংলাদেশের ছেলে। আমিই বা পিছিয়ে থাকব কেন।

সমস্যা বাধল এই খানেই। কারণ ধর্ষন করে কি ভাবে? হ্যা আসলেই আমি জানতাম না ধর্ষণ করে কিভাবে। আমি তখন ক্লাস সিক্সে। পেপারে আবার মাঝে মাঝে বন্ধুদের কাছেও এই শব্দটা শুনতে পাই। আর পেপারে অনেকেই খুব আগ্রহ সহকারে এই বিশেষ খবর পড়ে।

তাই আমিও চিন্তা করলাম এত গুরুত্বপূর্ণ শব্দের আভিধানিক অর্থ আমি জানিনা সেটা তো হবেনা। আর যদি গুরুত্বপূর্ণ না হয় তবে তাহলে সবাই এত গুরুত্বনিয়ে সেই খবর পড়েই বা কেন। কিন্তু আমি এর সমাধান পাব কার কাছ থেকে। কে আমাকে দিবে এই দুর্লভ শব্দের অর্থ। একদিন পেয়ে গেলাম আমার সেই গুরুর দেখা।

ক্লাসে বসে বসে বাংলা সিনেমার গল্প করছে। আমি মনোযোগ দিয়ে শুনছি। যখনই শুনলাম বিষু ( ছোটবেলায় ডিপজল কে বিষু বলে চিনতাম) নিয়াকার উপরে ঝাপিয়ে পড়েছে ধর্ষন করর জন্য তখনই আমার মাথা খারাপ। আমাকে আরো জানতেই হবে। তাই চিন্তা করলাম এখন বলা যাবে না যে আমি ধর্ষন মানে জানিনা।

এত গুরুত্বপুর্ন শব্দ আমি জানিনা ক্লাসের ছেলেদের কাছে যে আমি গুরুত্বহীন হয়ে যাব। তাই সুযোগ খুজলাম কখন গুরুকে একা একা পাওয়া যায়। আর সেই সুযোগ মিলে গেল খুব দ্রুত। আমি আস্তে আস্তে বললাম দোস্ত একটা জিনিস বলবি কিন্তু কাউকে বলা যাবেনা। সেও আমাকে আশ্বস্ত করল যে বোম মারলেও বলবে না।

আমি আস্তে আস্তে বললাম দোস্ত ধর্ষন করে কিভাবে? সে আমার দিকে তাকিয়ে এমন এক হাসি দিল আমার নিজেকে খুব তুচ্ছ লাগতে লাগল। এর পরে বলল এইটা তো খুব সোজা। কোনমতে যদি মেয়ে মানুষের গলায় একটা চুমা দিতে পারস তাইলেই ধর্ষন হয়ে যাবে। দিয়ে আমার দিকে তাকায় বলল বাংলা ছবিতে দেখিসনি নাকি? যাই হোক পরবর্তীতে যখন আমি এর আসল অর্থ জানতে পারলাম তখন আমার মনে হল সেই দোস্তের সেই হাসির কথা আর সেটা মনে করে আমিও হাসতে লাগলাম। যদিও জিনিসটা খুবই খারাপ কিন্তু না জানার কারনে ছোটবেলায় কত কিছুই না করেছি।

সর্বশেষে বলতে চাই আসলে আমরা ইন্ডিয়া হতে চাই না চাই একটি সুন্দর দেশ। ভাল থাকবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.