আমাদের কথা খুঁজে নিন

   

চবিপ্রবির উপ-উপাচার্যের কক্ষে তালা অনির্÷

চট্টগ্রামের বেসরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চবিপ্রবি) উপ-উপাচার্য ও রেজিস্ট্রারের কক্ষে তালা লাগিয়ে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ অবস্থায় গতকাল বিশ্ববিদ্যালয়টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে বিষয়গুলো নিয়ে আজ ঢাকায় ট্রাস্টি বোর্ডের বৈঠক ডাকা হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, গত ২৪ জানুয়ারি উপাচার্য মারা যাওয়ার পর থেকেই শিক্ষার্থীরা নানা দাবিতে ক্লাস বর্জনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। আন্দোলনের সময় কর্তৃপক্ষ আশ্বাস দিলে শিক্ষার্থীরা কর্মসূচি স্থগিত করেন। কিন্তু আশ্বাস পূরণ না হওয়ায় শিক্ষার্থীরা ফের কর্মসূচি দেন। ৩ নভেম্বর সব অনুষদের শিক্ষার্থীরা একযোগে আন্দোলনে নামেন।

শিক্ষার্থী শহীদুল ইসলাম শাহেদ বলেন, এক ব্যক্তির চরম ঔদ্ধত্যের কারণে দেশি-বিদেশি ৩ হাজার শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে পড়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো. শামসুজ্জোহা বলেন, শিক্ষার্থীরা ক্যাম্পাসে ব্যাপক ভাঙচুর করায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ ঢাকায় ট্রাস্টি বোর্ডের বৈঠকে শিক্ষার্থীদের দাবির বিষয়গুলো সমাধানের সম্ভাবনা রয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.