আমাদের কথা খুঁজে নিন

   

ইউরোপীয় পার্লামেন্টের প্রস্তাব

মার্কিন কংগ্রেসের পর ইউরোপীয় পার্লামেন্টও বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল। বৃহস্পতিবার ইউরোপীয় পার্লামেন্টে এ ব্যাপারে একটি প্রস্তাবনা পাসও হয়েছে। নির্বাচনের আগে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে ওই প্রস্তাবনায়। নির্বাচন কমিশনকে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার আহ্বানও জানিয়েছেন তারা। ইউরোপীয় পার্লামেন্ট সদস্যরা আশা প্রকাশ করেছেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নির্বাচনের সময় সংঘাতের পথ এড়িয়ে চলবে। প্রস্তাবে নির্বাচন বয়কটের পথে না যাওয়ার জন্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানানো হয় এবং বলা হয় এর ফলে জনগণ রাজনৈতিক অস্থিরতার মুখে পড়বে এবং বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়ন ব্যাহত হবে। প্রস্তাবে বাংলাদেশে মানবাধিকার সমুন্নত রাখারও আহ্বান জানানো হয়। মার্কিন কংগ্রেসের পর ইউরোপীয় পার্লামেন্টের উদ্বেগ বাংলাদেশের ঘটনাপ্রবাহ সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়ের মাথাব্যথার বিষয়টি স্পষ্ট করেছে। অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতিকে প্রশংসার চোখে দেখছে বিশ্বসমাজ। জাতিসংঘের শান্তি রক্ষা কার্যক্রমে বাংলাদেশের অগ্রণী ভূমিকা বিশ্বজুড়ে একটি নন্দিত বিষয়। মডারেট মুসলিম দেশ হিসেবে গণতন্ত্রচর্চায় বাংলাদেশের জনগণের আগ্রহকেও দুনিয়াজুড়ে প্রশংসার চোখে দেখা হয়। এ প্রেক্ষাপটে নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে অস্থিতিশীলতা দানা বেঁধে ওঠার যে আশঙ্কা দেখা দিয়েছে তাতে আমাদের সুহৃদরা উৎকণ্ঠিত হবেন এমনটিই স্বাভাবিক। বাংলাদেশের নির্বাচনে সব পক্ষের অংশগ্রহণ ও গ্রহণযোগ্যভাবে তা সম্পন্ন করার যে তাগিদ দেওয়া হয়েছে তা তাৎপর্যের দাবিদার। আমরা মনে করি, সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠান নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব। সে দায়িত্ব পালনে ব্যর্থ হলে তার দায় তাদের পাশাপাশি সরকারের ওপরও বর্তাবে। নির্বাচনে অংশ না নিয়ে নির্বাচন সম্পর্কে আগাম প্রশ্ন তোলার সুযোগ এ বিবেচনায় সত্যিকার অর্থেই কম। নির্বাচন কমিশন ও সরকার সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ব্যর্থ হলে সে নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের গ্রহণযোগ্যতা শুধু দেশবাসীই নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও প্রশ্নবিদ্ধ হবে। আমাদের বিশ্বাস, এ বিষয়টি মনে রেখে সব পক্ষেরই উচিত সংঘর্ষ এড়িয়ে কীভাবে সুষ্ঠুভাবে সব পক্ষের অংশগ্রহণে নির্বাচন করা যায় সে পথে এগিয়ে আসা। গণতান্ত্রিক ধারাবাহিকতা ও অর্থনৈতিক অগ্রগতির স্বার্থে সংঘাত এড়ানোই হবে সর্বোত্তম পথ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.