আমাদের কথা খুঁজে নিন

   

একটি Mobile Facebook Tricks: আশা করি ভাল লাগবে!

ফেবুতে মোবাইলে নাম মেনশন করতে চান??
আপনারা যারা মোবাইলে নাম মেনশন করতে চান তাদের জন্য এই পোস্ট।
আপনাদেরকে ২ইটা মেথড বলে দিব।
মেথড-১:
আপ্নাকে যা করতে হবে তা হল এড্রেসবারে গিয়ে আপনি যে বন্ধুর নাম মেনশন করতে চান তার ইউজার নেম এভাবে লিখবেন... graph.facebook.com/username (আমার ইউজারনেম alo.adhar.12177 -এভাবে লিখতে হবে graph.facebook.com/ alo.adhar.12177 )
তারপর দেখবেন একটা পেজে কোড এসেছে  ওই আইডির বিস্তারিত তত্তাদি সহ।
আপনি ওই পেজ আপনার বন্ধুর নামে সেভ করে দিবেন তাইলে বার বার বের করতে হবেনা। সেই কোড কমেন্টে বা স্ট্যাটাস এ এভাবে লিখবেন।

@[100006843933798:] তার পর এই কোড দিয়ে কমেন্ট লিখলেই আপনার বন্ধুর নেম মেনশন হয়ে যাবে।
আপনি ওই পেজ আপনার বিন্ধুর নামে সেভ করে দিবেন তাইলে বার বার বের করতে হবেনা।
আপনি যদি নামের একটা অংশ দিতে চান তাইলে আপনাকে ছুট একটা কাজ করতে হবে। ধরেন আপানার বন্ধুর নাম ফেবুতে  "Rockstar Rocky".
আপনি ওই কোড @[xxxxxxxxxx:Rocky] লিখে কমেন্ট করলেই  আপনার  বন্ধুর নাম  এর ওই অংশে নেম মেনশন হয়ে যাবে। তাছাড়া Rockstar লিখেও নেম মেনশন করতে পারবেন।


এই মেথডে যদি কাজ না করে তাইলে আপনি মেথড ২ ইউজ করবেন। এইটায় অবশ্যই কাজ করবে ইনশাআল্লাহ। তবে এটা একটু ঝামেলার মেথড ১ থেকে।
মেথড-২: আপনি যে বন্ধুর নাম মেনশন করতে চান আর প্রোফাইল পিকচারে গিয়ে ক্লিক করে এড্রেসবারে  যাবেন।
উদাহারনঃhttps://www.facebook.com/photo.php?fbid=1377108939193891&set=a.1377108929193892.1073741827.100006843933798 &type=1&theater
আপনি এড্রেসবারে উপরের মত একটি কোড দেখতে পাবেন।

সেই কোড এর লাস্টে দেখবেন এরকম একটা কদ। সেই কোড উপরের একি নিয়মে লিখে কমেন্ট করলে নেম মেনশন হয়ে যাবে
যেমনঃ @[100006843933798:]
যারা সফল হবেন কমেন্ট করে জানাবেন,যারা হবেন না তারাও কিছু জানতে চাইলে কমেন্ট করবেন। ভাল লাগলে আমার  ব্লগ আপনারা ঘুরে আসতে পাড়েন। পোস্ট কেমন লাগল কমেন্টে জানাবেন।


সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.