আমাদের কথা খুঁজে নিন

   

রাজধানীতে দুই গাড়িতে আগুন

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ব্রজেন কুমার হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সোয়া ১১টার দিকে কারওয়ার বাজারে পান্থপথের দিকে যাওয়ার মোড়ে একটি প্রাইভেট কারে আগুন দেয় দুর্বৃত্তরা।
 
ফাইল ছবি অগ্নিনির্বাপক বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
ফাইল ছবি
প্রায় একই সময় মিরপুর পুরবী সিনেমা হলেন সামনে একটি গাড়িতে আগুন দেয়া হয়।
ব্রজেন হাওলাদার বলেন, আগুনের খবর পেয়ে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।
এদিকে বিএনপির তিন নেতাকে আটক করার পর ফার্মগেইট এলাকায় কয়েকটি হাতবোমার ফাটানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে কিছু বলতে পারেনি পুলিশ।
এর ঘণ্টা তিনেক আগে রাত সোয়া ৮টার দিকে হোটেল সোনারগাঁওয়ের সামনে থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার ও রফিকুল ইসলাম মিয়াকে আটক করে পুলিশ।
এর প্রতিক্রিয়ায় বিএনপি বলেছে, তিন নেতাকে অবিলম্বে মুক্তি না দিলে রবি থেকে মঙ্গলবার ঘোষিত ৭২ ঘণ্টার হরতাল আরো দীর্ঘায়িত হবে।
অবশ্য তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় সরকার গ্রেপ্তারে বাধ্য হয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.