আমাদের কথা খুঁজে নিন

   

বন্দুকযুদ্ধে তিন জলদস্যু নিহত, আহত ৫ পুলিশ

নোয়াখালীর সুবর্ণচরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জলদস্যুপ্রধান কালু বাহিনীর কালু (৪৫), তার সেকেন্ড-ইন-কমান্ড রিপন (৩৫) ও বডিগার্ড রুবেল (৩০) নিহত হয়েছেন।

নোয়াখালীর পুলিশ সুপার আনিসুর রহমান জানান, শুক্রবার রাত সোয়া ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশের একটি দল সুবর্ণচর উপজেলার আলআমিন মৎস্য প্রজেক্টের পূর্বপাশে অভিযান চালালে পুলিশকে লক্ষ্য করে জলদস্যুপ্রধান কালু ও তার সহযোগীরা গুলি ছুড়লে পলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে কালু ও তার দুই সহযোগী মারা যায়। এ সময় পাঁচ পুলিশ আহত হয়েছে বলেও পুলিশ সুপার জানান। কালুর বিরুদ্ধে হত্যা, মাছধরার ট্রলার ডাকাতি ও জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায়সহ হাতিয়া ও চরজব্বর থানায় একাধিক মামলা রয়েছে।

পুলিশ এ সময় একটি এলজি, দুই রাউন্ড রাইফেলের বুলেট, তিন রাউন্ড বন্দুকের কার্তুজ, একটি রকেট লান্সারসহ ধারালো অস্ত্র উদ্ধার করে।

দস্যুদের লাশ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। সূবর্ণচর থানা পুলিশ আরও জানায়, নিহত কালু বাহিনীর প্রধান দস্যু কালুর বিরুদ্ধে নোয়াখালীর বিভিন্ন থানায় দুইটি হত্যা মামলাসহ ১০টিরও বেশি মামলা রয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.