আমাদের কথা খুঁজে নিন

   

বিএনপির তিন নেতার জামিন

রাজধানীর মতিঝিল থানার একটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, এম কে আনোয়ার এবং ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে তিন মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিনের আবেদন মঞ্জুর করেন। আইনজীবীরা জানিয়েছেন, অন্য কোনো মামলা না থাকায় এম কে আনোয়ার এবং রফিকুল ইসলাম মিয়ার মুক্তিতে এখন আর কোনো বাধা থাকল না। তবে অন্য একটি মামলা থাকায় ব্যারিস্টার মওদুদ আহমদ এখনই মুক্তি পাচ্ছেন না। এদিকে মতিঝিল থানায় করা পৃথক দুই মামলায় বিএনপির শীর্ষ চার নেতার জামিন মঞ্জুর করে হাইকোর্ট থেকে দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ গতকাল এ আদেশ দেন। তাদের জামিন আবেদনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করেন আপিল বিভাগ। বিএনপির এই চার নেতা হলেন দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া ও চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। গত বছরের ৭ নভেম্বর বিএনপির এই নেতাদের পুলিশ গ্রেফতার করে। গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় গত বছরের ২৪ সেপ্টেম্বর ও ৫ নভেম্বর মতিঝিল থানায় দায়ের করা পৃথক দুটি মামলায় এই চারজন এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুকে গ্রেফতার দেখানো হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.