আমাদের কথা খুঁজে নিন

   

চেপে রাখা কিছু শ্বাস!

জীবন চলছে। চলতেই হবে। এই চলার পথের চেনা-অল্পচেনা অথবা অচেনা মানুষগুলোর গল্প এভাবেই বলে যাবো প্রতিনিয়ত । তোমার কিছু আত্মবিশ্লেষণ আর আমার কিছু কথা- অভিমান শুধু তোমারই আছে ?? আমার নেই ?? ইগোতে আঘাত শুধু তুমিই পেয়েছ ?? আমি পাইনি ?? তুমি চাও সব মনোযোগ শুধু তোমার দিকেই থাকুক। আমি কি তা চাইতে পারি না, একটু হলেও ?? মানিয়ে নেয়ার সব রকম মানসিক প্রস্তুতি নিয়েই এসেছিলাম।

শুধু প্রয়োজন ছিল তোমার একটু খানি সহযোগিতা। এটুকু কি তোমার কাছ থেকে আমি আশা করতে পারি না ?? 'আশা' - হ্যাঁ, এটাই ছিল আমার ভুল। ভুলে গিয়েছিলাম কোনও কিছু আশা করতে নেই। এই ভুলটা বার বার করেছি বলেই এত কষ্ট পেয়েছি বার বার। তবু ক্ষমা করে দিয়েছি প্রতিবার।

আশা করেছিলাম , সামনের সময়গুলোতে হয়তবা এতটা কষ্ট পেতে হবে না। কিন্তু আবারও ভুল করলাম। আশা করতে নেই। এমনও অনেক হাজারো অভিযোগ করতে পারতাম। করিনি কারণ, দোষে-গুণে মানুষ আমরা।

যখন তোমার দোষটা আমার মনের সামনে এসে দাঁড়াতো , আমি তোমার ভালো গুণটাকে সামনে এনে দোষটাকে আড়াল করে দিতাম। তোমার ব্যস্ততাটাকে যুক্তি হিসেবে দাঁড় করাতাম 'আমার প্রতি তোমার মনোযোগের অভাব' - এই অভিযোগের বিরুদ্ধে। কিন্তু আর কত ? যখন দেখি একমাত্র আমি ছাড়া বাকি সবার প্রতি তোমার অখন্ড মনোযোগ, তখন বার বার মিথ্যে প্রবোধ দিয়েও তো মনটাকে আর বোঝাতে পারছি না। হয়ত তোমার জীবনে আমাকে আর প্রয়োজন নেই। আমাকে তোমার জীবনের একটা অংশ করে তুলবার একটা ব্যর্থ চেষ্টা করে গেছি এতদিন ধরে।

ব্যর্থ আমি! তোমার জীবনে আমার উপস্থিতি তোমাকে বিব্রত করুক- এমনটা চাইবো না কখনো । শুধু বলি, ভালো থেকো । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।