আমাদের কথা খুঁজে নিন

   

কাবুলে বড় ধরনের হামলার পরিকল্পনা ‘ব্যর্থ’

শুক্রবার আফগান গোয়ান্দা সংস্থার উদ্ধৃতি দিয়ে বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে। আফগান জাতীয় নিরাপত্তা পরিষদ (এনডিএস) জানিয়েছে, বৃহস্পতিবার কাবুলের খায়ের খানা এলাকার একটি গ্যারেজে জঙ্গিদের একটি আস্তানায় অভিযান চালিয়েছে তাদের বাহিনী। অভিযানে পাকিস্তানভিত্তিক হাক্কানি নেটওয়ার্কের এক বিদ্রোহী জঙ্গি নিহত ও অপর ছয়জনকে আটক করা হয়েছে। অভিযানকালে বিদ্রোহীরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্ করে গুলিবর্ষণ করে বলে জানানো হয়েছে। গ্যারেজটিকে বিদ্রোহীরা তাদের লুকিয়ে থাকার স্থান হিসেবে ব্যবহার করতো।

এখান থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে এনডিএস। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে একটি ভারী মেশিনগান, একে-৪৭ রাইফেল ও গ্রেনেড রয়েছে। এছাড়া আত্মঘাতী হামলায় ব্যবহৃত বিস্ফোরকভর্তি পাঁচটি বিশেষ পোশাক রয়েছে। সরকারি দপ্তরগুলো লক্ষ্ করে বড় ধরনের হামলার উদ্দেশ্যে এসব অস্ত্রশস্ত্র জড়ো করা হয়েছে বলে জানান এনডিএস’র কর্মকর্তারা। বিদ্রোহীদের ওই আস্তানা থেকে কয়েকটি পাকিস্তানি ফোন কার্ড পাওয়া গেছে।

এতে হামলার পরিকল্পনার সঙ্গে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই জড়িত বলে সন্দেহ করছেন এনডিএস’র কর্মকর্তারা। এই ঘটনায় কোনো প্রতিক্রিয়া না জানালেও আফাগান জঙ্গিদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ বরাবরের মতো অস্বীকার করেছে পাকিস্তান। হাক্কানি নেটওয়ার্ক আল কায়েদা ও তালেবানের সঙ্গে সম্পর্কিত। এই গোষ্ঠীটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সেনাসহ হেলিকপ্টার ভূপাতিত করার অভিযোগ আছে। এছাড়া আরো বেশ কয়েকটি ভয়াবহ হামলার জন্য গোষ্ঠীকে দায়ী করা হয়েছে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।