আমাদের কথা খুঁজে নিন

   

কাবুলে ফের তালেবানি হামলা, নিহত ১৫

কাবুলে ফের তালিবানি হামলা। গতকাল শুক্রবার রাতে কাবুলের একটি রেস্তোরাঁয় আত্মঘাতী হামলা চালায় তিন জঙ্গি। এতে ঘটনাস্থলেই মারা যান ১৫ জন। মৃতদের অধিকাংশই বিদেশি পর্যটক। নিহতদের মধ্যে একজন আইএমএফের প্রতিনিধি ও তিন জন রাষ্ট্রপুঞ্জের সদস্য বলে জানা গেছে।

তবে অপর একটি সূত্র জানিয়েছে, ঘটনায় চারজন রাষ্ট্রপুঞ্জের সদস্য নিখোঁজ হয়েছেন।

মধ্য কাবুলের ওই এলাকায় বিভিন্ন দেশের দূতাবাস রয়েছে। ওই রেস্তোরাঁটি বিদেশিদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। তিন জঙ্গির প্রথম জন বিস্ফোরণ ঘটানোর পরেই অপর দু'জন ভেতরে ঢুকে এলোপাথারি গুলি চালায়। সেই সময় রেস্তোরাঁয় রাতের খাবার খাচ্ছিলেন বহু বিদেশি।

এ সময় নিরাপত্তারক্ষীর গুলিতে দুই জঙ্গি মারা যায়। প্রায় আধ ঘণ্টার গুলি বিনিময়ের ঘটনায় গুরুতর জখম হন রেস্তোরাঁর এক কর্মীসহ আরও দু'জন।

এই ঘটনার দায় স্বীকার করেছে তালেবান। আফগান অভ্যন্তরীণ দফতরের এক কর্তা জানিয়েছেন, নিহতদের সঠিক পরিচয় এখনও জানা যায়নি। অন্যদিকে, তালেবান সূত্রে খবর, নিহতদের অধিকাংশই জার্মান।

কিন্তু এই খবরের সত্যতা অস্বীকার করেছে জার্মান বিদেশ দফতর।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।