আমাদের কথা খুঁজে নিন

   

এরশাদের উদ্বেগ

শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, প্রত্যাশিত গণতন্ত্রের অজানা ভবিষ্যৎ নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছি। “১৯৮৬ সালের ১০ নভেম্বর জাতীয় সংসদে ভাষণ দিয়ে আমি দেশকে যে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে এনেছিলাম সেই গণতন্ত্র এখন বহাল থাকলেও গণতান্ত্রিক পরিবেশ বিপন্ন হয়ে পড়েছে।” দেশে গণতান্ত্রিক শাসন নামেমাত্র বহাল থাকলেও গণতান্ত্রিক আচার, আচরণ ও পরিবেশ ২২ বছর ধরে বিঘ্নিত হয়ে আসছে বলেও মনে করেন ক্ষমতাসীন মহাজোট শরিক দলের নেতা এরশাদ। ফাইল ছবি এরশাদ মনে করেন, গণতান্ত্রিক পন্থায় ক্ষমতা হস্তান্তরের পথ রুদ্ধ করার পরিবেশ সৃষ্টি হচ্ছে। ফলে গণতন্ত্রের নামে হিংসা, হানাহানি, সংঘাত ও প্রতিহিংসা চরিতার্থ করার প্রবণতা চলছে। ‘দেশের সংঘাতময় পরিস্থিতি বর্তমানে ভয়াবহ আকার ধারণ করেছে’ মন্তব্য করে সাবেক সেনাপ্রধান বলেন, “গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে আমি আতঙ্কিত হয়ে পড়েছি।” এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসী এবং গণতান্ত্রিক শক্তির প্রতিও আহ্বান জানিয়েছেন এরশাদ।  
ফাইল ছবি

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।