আমাদের কথা খুঁজে নিন

   

খালেদা জিয়া সিলেট যাচ্ছেন আজ

দুই দিনের সফরে আজ সিলেট যাচ্ছেন বিরোধীদলীয় নেতা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আগামীকাল বিকালে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার দাবিতে সিলেট আলিয়া মাদ্রাসা ময়দানে মহানগর ১৮ দল আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন তিনি। জনসভা থেকে আন্দোলনের নতুন কর্মসূচি আসতে পারে। ইতোমধ্যেই জনসভার সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এতে সভাপতিত্ব করবেন সিলেট মহানগর বিএনপির সভাপতি এম এ হক। সফরকালে বেগম জিয়া হজরত শাহজালাল (রহ.) ও শাহ পরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এদিকে আজ বিকাল সাড়ে ৩টায় তিনি গুলশানের বাসা থেকে সড়কপথে সিলেটের উদ্দেশে রওনা দেবেন। সিলেট সার্কিট হাউসে রাতযাপন করবেন। রাজধানী ঢাকা ছাড়াও যাত্রাপথে বিভিন্ন স্থানে বেগম জিয়াকে সংবর্ধনা জানাতে ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিচ্ছেন বিএনপি নেতা-কর্মীরা। নারায়ণগঞ্জে বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার ও কাজী মনিরুজ্জামান, নরসিংদীতে ড. আবদুল মঈন খান, খায়রুল কবীর খোকন, সরদার শাখাওয়াত হোসেন বকুল, ভৈরবে শরীফুল আলম, গিয়াস উদ্দিন, ব্রাক্ষণবাড়িয়ায় শ্যামল ও তকদির হোসেন জসিম নেতা-কর্মীদের নিয়ে ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিচ্ছেন। এদিকে জনসভার প্রস্তুতি সম্পর্কে সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সিলেটে বিরোধীদলীয় নেতাকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সিলেট থেকে নিজস্ব প্রতিবেদক জানান, স্মরণকালের সর্ববৃহৎ জনসভা করতে বিএনপির নেতা-কর্মীরা দিন-রাত প্রচারণা চালিয়ে যাচ্ছেন। স্থানীয় নেতা-কর্মীদের পাশাপাশি কেন্দ্রীয় নেতারাও গণসংযোগ করছেন নগরীজুড়ে। বর্ণিল সাজে সাজানো হয়েছে সমাবেশস্থল ও নগরীর রাস্তাঘাট। মঞ্চ তৈরির কাজও প্রায় শেষ। খালেদা জিয়ার জনসভাকে ঘিরে সিলেটে বিএনপি পরিবারে ঐক্যের বন্ধন তৈরি হয়েছে। বহুধা বিভক্ত সিলেট বিএনপি এখন এককাতারে দাঁড়িয়ে কর্মসূচি সফলে কাজ করে যাচ্ছে। তারা একমঞ্চে উঠে বক্তৃতা করছেন।

ছুটে যাচ্ছেন নগরীর অলিগলি থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত। খালেদা জিয়ার সিলেট সফর উপলক্ষে রকমারি ব্যানার-ফেস্টুন দিয়ে বর্ণিল সাজে সাজানো হয়েছে সিলেট নগরী। নির্মাণ করা হয়েছে সহস্রাধিক তোরণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের আগে নগরীর যেসব বিজ্ঞাপনী বিলবোর্ডে সরকারের উন্নয়নের চিত্র-সংবলিত ব্যানার শোভা পাচ্ছিল সেসব বিলবোর্ডে এখন ঝুলছে তত্ত্বাবধায়ক সরকারের দাবি-সংবলিত ব্যানার। জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান ও এম ইলিয়াস আলীর ছবি দিয়ে সাজানো হয়েছে নগরীর রাস্তাঘাট। আগামীকাল খালেদা জিয়ার সমাবেশে পাঁচ লাখ লোকসমাগমের টার্গেট নিয়েই দলের নেতা-কর্মীরা বিরামহীন প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আহমদ বলেন, আলীয়া মাদ্রাসা মাঠের মূল মঞ্চের আয়তন হবে ৩০ ফুট বাই ৬০ ফুট। তবে আলিয়া মাদ্রাসা মাঠকে জনসভা মঞ্চ হিসেবে গণ্য করা হলেও ওইদিন পুরো মহানগরী হবে জনসভাস্থল। সমাবেশ সফলে গঠিত প্রচার উপ-কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সামসুজ্জামান জামান বলেন, জনসভা সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এ মহাসমাবেশ থেকে আওয়ামী স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে লালকার্ড দেখানো হবে। জনসভাকে জনসমুদ্রে পরিণত করে প্রমাণ করা হবে ইলিয়াস আলীর সিলেটের মানুষ বর্তমান জুলুমবাজ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.