আমাদের কথা খুঁজে নিন

   

অপেক্ষা এবার মুম্বাইয়ে

কলকাতার প্রিন্স সৌরভ গাঙ্গুলী এবং ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকারের আলিঙ্গনের মধ্য দিয়েই ইডেন গার্ডেনে শেষ হয়েছে শচীন উৎসব। ক্যারিয়ারে ১৯৯তম টেস্ট ম্যাচ খেলতে এসে একটা রেকর্ডের মুখোমুখি দাঁড়িয়েছিলেন শচীন। কিন্তু রেকর্ডটা হলো না। তা না হোক। শচীন টেন্ডুলকার ক্যারিয়ারের শেষ লগ্নে ক্রিকেট পাগল ভারতীয়দের আরও একবার উচ্ছ্বাস উপহার দিয়েছেন নিশ্চয়ই।

কলকাতা পর্ব শেষ। এবার! অপেক্ষা মুম্বাইয়ের জন্য। তা বেশিদিনের নয়। আগামী ১৪ নভেম্বরই শুরু হচ্ছে শচীনের শেষ ম্যাচ। একজন কিংবদন্তীর শেষ নিঃশ্বাসই তো বলা যায় ম্যাচটাকে! শচীন টেন্ডুলকার।

অনেকে অনেক নামেই ডাকেন তাকে। ক্রিকেট ঈশ্বর, ক্রিকেট সম্রাট কিংবা মাস্টার শচীন। ভক্তদের কাছে তিনি আরও অনেক কিছু। কিন্তু নিজের কাছে! আগেও বহুবার বলেছেন। শচীন টেন্ডুলকার একজন রক্ত-মাংসের মানুষ বৈ কিছু নন।

এমন একজন মানুষ যে মন দিয়ে ক্রিকেটটা খেলতে জানে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইনিংস ব্যবধানে জয়ের পর শচীন টেন্ডুলকার পুরনো সেই কথাগুলোই মনে করিয়ে দিলেন ভক্তদের।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.