আমাদের কথা খুঁজে নিন

   

রোনালদোর হ্যাটট্রিকে রিয়ালের বড় জয়

সান্তিয়াগো বার্নাব্যুতে টানা দ্বিতীয় হ্যাটট্রিক পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। লা লিগায় শনিবারের ম্যাচে তার অসাধারণ পারফরমেন্সে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৫-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ।

গত সপ্তাহে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে গোলশূন্য রুখে দিলেও রিয়ালের সামনে দাঁড়াতেই পারেনি সোসিয়েদাদ। আগের তিন ম্যাচে একটি হ্যাটট্রিকসহ ৬ গোল করা রোনালদোর দুর্দান্ত নৈপুণ্যে বিধ্বস্ত হয়েছে তারা।

বেনজেমার ‘ঋণ’ ফিরিয়ে দিতেও বেশি সময় নেননি সাবেক ফিফা বর্ষসেরা ফুটবলার।

১৮ মিনিটে তার ডিফেন্স চেরা পাস থেকে ব্যবধান দ্বিগুণ করতে সমস্যা হয়নি ফরাসি স্ট্রাইকারের। ২৬ মিনিটে সোসিয়েদাদের ডিফেন্ডার মার্কেল বার্গারার হ্যান্ডবলের সুবাদে পেনাল্টি পায় রিয়াল। তা থেকে গোল করে ব্যবধান ৩-০ করেন রোনালদো। তার ৪ মিনিট পর গ্যারেথ বেল ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করেন। তবে ৩৬ মিনিটে স্যামি খেদিরা দলকে হতাশ করেননি।

বিশ্বের সবচেয়ে দামী ফুটবলারের পাস থেকেই স্কোর লাইন ৪-০ করেন জার্মান মিডফিল্ডার।

সোসিয়েদাদের পেনাল্টির জোরালো আবেদন খারিজ হয়ে যাওয়ার কিছুক্ষণ পর ৬১ মিনিটে গোল করে ব্যবধান কমান আন্তইন গ্রিজমান। তবে ৭৬ মিনিটে দারুণ এক ফ্রি-কিক থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি রিয়ালের বিশাল জয়ও নিশ্চিত করেন রোনালদো।

এ মৌসুমে এটা তার ২৪তম গোল। ১৬ গোল নিয়ে রোনালদোই এখন লা লিগার সর্বোচ্চ গোলদাতা।

১৩ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন আতলেতিকো মাদ্রিদের স্ট্রাইকার দিয়েগো কস্তা।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.