আমাদের কথা খুঁজে নিন

   

মহাকাশে অলিম্পিক মশাল

এক প্রতিবেদনে প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল জানিয়েছে, মহাকাশ যান সয়ুজে অলিম্পিক মশাল বহন করছেন তিনজন নভোচারী। এতে আছেন রাশিয়ার মিখাইল টুরিন, নাসার রিক ম্যাসট্রাচ্চিও এবং জাপানের কইচি ওয়াকাটা।
‘রাশিয়ার সয়ুজ টিএমএ-১১এম’ স্পেসক্রাফটি কাজাখস্তানের ব্যাকোনুর কসমোড্রোম থেকে স্থানীয় সময় রাত ১১টা ১৪ মিনিটে এটি স্পেস স্টেশনের উদ্দেশে যাত্রা করেছে।
রাশিয়ার সোচিতে ২২তম শীতকালীন অলিম্পিক উপলক্ষে শান্তির প্রতীক প্রদীপ জ্বালাতে ব্যতিক্রমী এ পদক্ষেপ নিয়েছে রাশিয়া। গ্রাফিক্স ডিজাইন অলিম্পিক লোগোর আদলেই তৈরি হয়েছে স্পেসক্রাফট। লঞ্চ প্যাডও মেটাল অলিম্পিক রিংয়ের আদলে তৈরি।
নাসার জ্যোর্তিবিজ্ঞানী ম্যাসট্রাচ্চিও বলেন, “আমরা অলিম্পিক উদযাপন ও ইন্টারন্যাশনাল স্পেস স্পেশন-এ দুটোকে একত্রিত করেছি। একটি ইভেন্টের মাধ্যমে দুটি বিষয়কে স্মরণীয় করে রাখার এ প্রক্রিয়ার অংশ হতে পেরে আমরা আনন্দিত।”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।