আমাদের কথা খুঁজে নিন

   

ইরান মাথা নত করবে না: রুহানি

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি আজ রোববার বলেছেন, পারমাণবিক গবেষণা নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে চুক্তি করতে হলে ইরানকে হুমকি বা চাপ দিয়ে কেউ সুবিধা করতে পারবে না।  দেশটির পার্লামেন্টে দেওয়া ভাষণে রুহানি বলেন, গতকাল শনিবার জেনেভায় সিদ্ধান্তহীনতায় শেষ হওয়া আলোচনায় ইরানি মধ্যস্থতাকারীদের হুমকি, অবরোধ, অবমাননা ও বৈষম্যের ভয় দেখানো হলেও তাঁরা তাতে নত হননি।

রয়টার্স বলছে, রুহানি তাঁর বক্তব্যে ইরানকে দেওয়া হুমকি বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। তবে ‘বৈষম্য’ ও ‘অবমাননা’ দিয়ে তিনি সম্ভবত ইরানের ওপর ছয় পশ্চিমা শক্তির চাপকে ইঙ্গিত করেছেন। পশ্চিমারা চায় ইরান তার পারমাণবিক গবেষণা পুরোপুরি বন্ধ করে দিক।

তবে তেহরান বলছে, তার গবেষণার লক্ষ্য বোমা বানানো হয়, শান্তিপূর্ণ কাজ সম্পূর্ণ করা।  রুহানি তাঁর ভাষণে বলেন, ‘কোনো শক্তির হুমকির কাছে মাথা নত করবে না এই ইসলামিক প্রজাতন্ত্র। আমরা জানি সবকিছুর একটা সীমা আছে, যা অতিক্রম করা যায় না। আমাদের এ সীমা হলো জাতীয় স্বার্থ। এ ছাড়া আন্তর্জাতিক আইন মেনে (ইউরেনিয়াম) বিশুদ্ধ করার কাজ চালানোও আমাদের অধিকার।



গতকাল জেনেভায় ইউরোপ-আমেরিকার ষড়শক্তির সঙ্গে ইরানের আলোচনা শেষ হয়। সিদ্ধান্ত না হওয়ায় আসছে ২০ নভেম্বরে তারা আবারও আলোচনায় বসবে। মধ্যপ্রাচ্যের এ সমস্যা সমাধানের জন্য সে আলোচনা সভায় জোর প্রচেষ্টা চলবে বলে ধারণা করা হচ্ছে।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.