আমাদের কথা খুঁজে নিন

   

অপরাধ যখন ক্রেডিট.........!

ধিক্কার তাদের যারা স্বার্থপরতা, বিভ্রান্তি ও বিশ্বাসঘাতকতায় মানুষকে পরাজিত করতে চায়.....

গত ০৯/১১/২০১৩ইং রাত ১০.০০ টায় কর্মস্থল থেকে সি.এন.জি তে করে বাসায় ফিরছিলাম। আমি ছাড়া বাকী ৪জন যাত্রীই একসাথে উঠে (তারা সম্ভবত নতুন পরিচিত বন্ধু-বান্ধব)। ওরা নিজেদর মধ্যে আলোচনা করছে যার যার ক্রেডিট নিয়ে। কথার এক পর্যায়ে একজন বলে উঠল "গত ২বছর আগে সে নাকি ১৬ দিন জেলের ভাত খেয়েছে" তার বলার ধরনটা দেখে মনে হচ্ছে খুব বড় কোন গর্বের বিষয় নিয়ে সে আলাপ করছে। বাকী ৩জনকে লক্ষ্য করে সে বলছে, সেখানে নাকি জেলারদের সাথে তার খুব ভালো আন্ডাস্টেন্ডিং হয়ে যায়, যার ফলে সে ভেতরে খুব খুব ভালো অবস্থানে ছিল এবং ১৬ দিন পর তার জামিন হল অন্য সঙ্গীরা ছাড়াই।

মাঝে মাঝে যখন খুব ধনীর দুলালদের বিয়ে, জন্মদিন কিংবা উৎসবমুখর কোন অনুষ্ঠানে হাজির হই তখন কেন জানি নিজেকে খুব সেকেলে টাইপ আনকালচারড মনে হয়। সবাই যখন ওপেন ধুমপান, ড্রিংক্স করে, তাস খেলে অনেকে হাত বাড়ালে কিংবা অফার করলে সেটা প্রত্যাখান করে যখন ঐ স্থান প্রস্থান করতে যাই তখন অনেকের মুখে শুনতে হয় "এরকম মেয়েলি ভাব দেখাচ্ছিস কেন?" আবার কেউ বলে "আনকালচারড টাইপ একজন মানুষ"। তাদের ভিতরে অপরাধ প্রবনতাটা এক ধরনের ফ্যাশন হয়ে গেছে। তারা তাদের অপরাধবোধের জন্য অনুশোচনাতো করছেই না। বরং যে তাদের এগুলোকে এভয়েড করছে তাদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করছে তাদের সাথে সেই অপরাধকে ক্রেডিট মনে করে হেনস্তা করা যেন আমাদের ডিজিটাল বাংলাদেশের অভ্যাস, সরি বদভ্যাস বলতে হবে, বদভ্যাসে পরিণত হয়ে গেছে।

এই ঘটনা ছাড়া আরো অনেক দুর্ঘটনা কিংবা চরিত্রহীন ঘটনা প্রতিনিয়ত ঘটছে। যা একদিকে যেমন মর্মান্তিক অন্যদিকে তেমনি উদ্বেগজনক। আমাদের তরুন সমাজের অধঃপতন সর্বগ্রাসী ভোগ প্রবণতা শধু তাদেরকেই নিঃশেষ করে দিচ্ছে না চারপাশের মানুষের জন্য আতংক ও অশান্তি তৈরী করছৈ। তবে একটি চরম সত্য এই যে, এই পরিণতিগুলো অভাবিত নয়। পথিক যে গন্তব্যের দিকে পথচলা শুরু করে সেখানে পৌছে গেলে অবাক হওয়ার কিছু নেই।

এ তো তার পথ চলারই অনিবার্য পরিণতি। পাশ্চাত্যের পুতি গন্ধময় সংস্কৃতিতে আমাদের গোটা সমাজ দূষিত ও বিষাক্ত হয়ে পড়ছে। চিন্তা-চেতনা এবং আচার-আচরণ পাশ্চাত্যের অনুগামীতাই প্রকট হয়ে উঠেছে। আর সবচেয়ে মর্মান্তিক বিষয় এ বিষয়গুলো এখন কারো ব্যক্তিগত বিষয় নয় বরং তা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। এ ধরনের ঘটনায় আমরা মর্মাহত হলেও অবাক নই।

এরকম হাজারো ক্রেডিটের অধিকারী সম্পন্ন মানুষের চাইতে সেকেলে টাইপ একজন সাধারণ মানুষের মত জীবন-যাপনকে খুব স্বাচ্ছন্দ্যবোধ করছি প্রতিনিয়ত। বিঃ দ্রঃ নিজের মনের অগোছালো কিছু কথা মনের ভেতর আনাগোনা করছিল তাই একটু এলোমেলো ভাবে তুলে ধরলাম। কেউ মনে কষ্ট পেয়ে থাকলে সরি.......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.