আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের পোশাক শিল্‌প

যখনই সময় পাই, রাজনীতি করি... [মনে মনে] আর সময় পেলে মনে মনে গাড়িতে চড়ি, ঘুরে বেড়ায়.....

ধ্বংসের মুখে আমাদের এই বড় আয়ের উৎসটি। আর আমাদের কারোরই অজানা নয় এর নেপথ্য কাহিনী। আজকে যে মজুরী কাঠামো নিয়ে এতো কিছু তার পিছনে ঐ একই চক্র। আমার দর্শন খুবই সাধাসিধে, পৃথিবীর মধ্যে সর্বনিম্‌ন মজুরীতে কাজ করি আমরা, আর আমাদের কাজের মানও যথেষ্‌ট ভালো। ক্রেতাগণও হুমড়ি খেয়ে পড়েন এইসব কারণেই। আর এটাই মাথাব্যাথার কারণ হয়ে দাড়িয়েছে ঐ হায়েনাদের! ধীরে ধীরে আমাদের প্রায় ১/৩ ভাগ গার্মেন্‌টেস্‌-এর সর্বে-সর্বা হয়ে দাড়িয়েছে তারা। দিনে দিনে করেছে লুটপাট আর ধৃ্বংসলীলা। এখন সর্বশেষ এই মজুরী নিয়ে খেলা! একবার যদি এই কাঠামোটিকে অন্যান্য দেশের মতো করা যায়, আর কোনো ক্রেতাই আমাদের দিকে মুখ ফিরেও তাকাবে না হয়তো। ইতিমধ্যেই একটা বিরাট পরিমাণ অর্ডার আমাদের হাতছাড়া হয়ে গিয়েছে, ডে বাই ডে আরও যাচ্‌ছে, যাবে। সবকিছু যেনেশুনেও কেন যেন আমাদের হর্তা-কর্তাগণ তাদেরই মুখ চেয়ে বসে আছেন!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.