আমাদের কথা খুঁজে নিন

   

মূর্তি না ভাস্কর্য?

বাঁধার দেয়াল ভেঙ্গে মোরা এগোবোই আমাদের যত গুলো গর্বের ব্যাপার আছে তার মধ্যে মুক্তিযুদ্ধ অন্যতম। মুক্তিযুদ্ধের শহীদদের সম্মান জানানোর জন্য দেশের নানা প্রান্তে মুক্তিযুদ্ধের ভাস্কর্য স্থাপন করা হয়েছে। সেই ধারাবাহিকতায় প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ভাস্কর্য স্থাপিত হয়েছে। ব্যতিক্রম ছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দেশের নামকরা একটি বিশ্ববিদ্যালয়ে ভাস্কর্য থাকবে না এটা ছিল অত্যন্ত লজ্জার বিষয়।

সম্প্রতি শাবিপ্রবি ক্যাম্পাসে মুক্তিযুদ্ধের ভাস্কর্য স্থাপন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যা সবার জন্য অত্যন্ত আনন্দের ব্যাপার । অথচ ভাস্কর্য নিয়ে শুরু হয়েছে নানামুখি ষড়যন্ত্র। যা দুঃখজনক। আর সেই ষড়যন্ত্রে নেতৃত্ব দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষক।

এটা সত্যিই লজ্জার! আমাদের মহামান্য শিক্ষকবৃন্দ বিভিন্ন ধরনের খোড়া যুক্তি দিয়ে মুক্তিযুদ্ধের ভাস্কর্য স্থাপনে বাধাগ্রস্থ করছেন। মুক্তিযুদ্ধের মত একটি বিষয় নিয়ে তারা নোংরা রাজনীতি শুরু করেছেন। শুধু তাই নয় তারা স্থানীয়দের নানা ধরনের ভুল যুক্তি দিয়ে খেপিয়ে তুলতে চাচ্ছেন। ফলে সিলেটের বিভিন্ন স্থানে বিশেষ করে ওয়াজ মাহফিলে এর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এমনকি একটি মুক্তিযুদ্ধের ভাস্কর্যকে তারা মূর্তি বলে আখ্যায়িত করছে।

এটা কি কোন ভাবে মানা যায়? এ অবস্থায় দেশের প্রতিটি মানুষের উচিত এ অপপ্রচার রুখে দাঁড়ানো এবং মুক্তিযুদ্ধের চেতনাকে আরও শানিত করা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.