আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয় হলুদ গোলাপ

অসম্ভব বলে কিছু নেই..........

আমার হালকা হলুদ রংটা খুব প্রিয়। দেখলেই যেন মনে হয় শান্তি। পাঁচ বছর আগে সেদিনও আমি আমার প্রিয় হলুদ রঙের জামাটা পরেছিলাম। দু জন বসে আছি শহীদ মিনারের পাশে । আমার মনোযোগ ছিল অন্য কিছুতে ।

হঠাৎই সে ফুল বিক্রি করে , একটা পিচ্চি ছেলেকে ডাক দিল। তখনও আমি অন্যদিকেই তাকিয়ে আছি। শুনছি সে ফুলের দামটাম জিজ্ঞেস করছে। একটু পর তাকিয়ে দেখি সে এক গুচ্ছ হলুদ গোলাপ কিনছে (যদিও তা সাইজে ছোট ছিল)। আমি তো অবাক , আর মুগ্ধ ফুল দেখে।

আমার প্রিয় ফুল । সেই ছেলেকে দিয়ে গোলাপগুলোর কাঁটা ভাঙ্গালো । কাঁটা ভাঙ্গতে ভাঙ্গতে ছেলেটা তাতে বিরক্ত হয়ে বলেছিল , "এই কাটায় কিছু হইব না , আমরা তো এমনি ই লই,কাঁটা বিন্ধে না" তখন সে বলেছিল , "তোমার আমার হাত তো শক্ত , কিন্তু এর তো তা না (আমাকে দেখিয়ে বললো)। " পরে আমার হাতে ফুলগুলো দিয়েই সে বলে উঠলো, " ওহ দারুন , তোমার হলুদ জামার সাথে হলুদ গোলাপ মিশে একাকার , দারুন । এটা দেখেই নিয়েছিলাম ফুল গুলো " এখনো আমার হলুদ গোলাপ পছন্দ , অন্যরকম ভাললাগে আমার হলুদ গোলাপ ।

খুব একটা ফুল প্রেমি না আমি , কিন্তু হলুদ গোলাপ , কমলা গোলাপ আর বেলী ফুল দেখলে খুব নিতে ইচ্ছে করে আর পেলে তো কথাই নেই... অনেক অনেক বছর পর আজ পেলাম অনাকাঙ্ক্ষিত ভাবে সেই হলুদ গোলাপ আমার ভূতের কাছ থেকে , যদিও তা অনেক হলুদ ছিল না , কিন্তু কিছুটা হলুদ ছিল ভুলে যাওয়া,হারিয়ে যাওয়া কিছু জিনিস , কিছু অনুভূতি ফিরিয়ে দিল আজ সে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.