আমাদের কথা খুঁজে নিন

   

রাষ্ট্রপতিকে কাণ্ডারির ভূমিকা নিতে হবে

জাতীয় সংকট নিরসনে দেশের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতিকে কাণ্ডারির ভূমিকায় অবতীর্ণ হতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম চরমোনাই পীর। তিনি বলেন, মন্ত্রিপরিষদ পদত্যাগ করার পর দেশবরেণ্য সংবিধান বিশ্লেষকদের মতামত অনুযায়ী তাদের পদত্যাগ গৃহীত হয়ে গেছে যদিও পদত্যাগ নিয়েও ছলচাতুরির আশ্রয় তারা নিয়েছে। গতকাল এক বিবৃতিতে চরমোনাই পীর আরও বলেন, দেশ সংঘাত উন্মুখ। রাষ্ট্রপতি গুরুদায়িত্ব পালনে ব্যর্থ হলে দেশ রসাতলে যাবে। যা জাতির জন্য খুবই দুর্ভাগ্য ডেকে আনবে। পীর চরমোনাই বলেন, প্রধানমন্ত্রীও পদত্যাগ করে জাতিকে দুর্ভোগ থেকে রক্ষা করবেন বলে আমাদের বিশ্বাস। কেননা তিনি তো নিজেই বলেছেন 'আমি প্রধানমন্ত্রী হতে চাই না, মানুষের শান্তি চাই।' পীর চরমোনাইন বলেন, একতরফা নির্বাচনের প্রস্তুতি না নিয়ে গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করে সবদলের অংশগ্রহণ নিশ্চিত করুন তাহলে দেশ ও জাতির মঙ্গল হবে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.