আমাদের কথা খুঁজে নিন

   

গুলশানের কার্যালয়ে খালেদা

টানা ৮৪ ঘণ্টা হরতাল শেষ হওয়ার পর বুধবার রাত সোয়া ৮টার দিকে গুলশানের বাসা থেকে কার্যালয়ে যান বিরোধীদলীয় নেতা।
এ সময়ে দলের সহসভাপতি সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা শাহজাহান ওমর, মাহমুদুল হাসান, সাবিহ উদ্দিন আহমেদ, আবদুল কাউয়ুম, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি শ্যামা ওবায়েদ কার্যালয়ে ছিলেন।
গত পাঁচ দিন বাসা থেকে বের হননি বিএনপি চেয়ারপারসন। এর মধ্যে তার বাড়ির সামনে পুলিশ ও র‌্যাবের অবস্থান ব্যাপক আলোচনার জন্ম দেয়।
খালেদা জিয়া যাওয়ার আগে সন্ধ্যা ৭টা থেকে ওই কার্যালয়ের সামনে এবং সংলগ্ন সড়কগুলোতে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নেয়।


বিরোধীদলীয় নেতার সঙ্গে দেখা করতে কার্যালয়ের ভেতরে রয়েছেন ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ আলম মিয়ার নেতৃত্বে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একটি প্রতিনিধি দল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মনিরুজ্জামান মিঞার নেতৃত্বে জিয়া পরিষদের নেতারাও সেখানে রয়েছেন।
খালেদা জিয়া গত বৃহস্পতিবার সর্বশেষ গুলশানের কার্যালয়ে যান। সেদিন তিনি ইউরোপীয় ইউনিয়নভুক্ত নয়টি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকের ১৮ দলীয় জোটের নেতাদের সঙ্গে আলোচনা করে রাত সাড়ে ১১টায় বাসায় ফেরেন।
গুলশানের এই কার্যালয় থেকে গত শুক্রবার ১৮ দলীয় জোটের মহাসচিবদের বৈঠকের পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৭২ ঘণ্টা হরতালের কর্মসূচি ঘোষণা করেন।


ওই বৈঠক শেষে মহাসচিবরা চলে যাওয়া পর কার্যালয়ের সামনে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নেয়। এর মধ্যে কারওয়ানবাজারে গ্রেপ্তার করা হয় স্থায়ী কমিটির তিন সদস্য মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া ও এম কে আনোয়ারকে।
এরপর গুলশানে খালেদা জিয়ার বাড়ি থেকে বের হওয়ার পথে আটক করা হয় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু ও বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.