আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা , অনির্বাণ শিখা , প্রলয় ভেরী ।।



প্রলয় ভেরী ************** পরিবেশ বন্ধু কবি বিশ্ব ব্রহ্মাণ্ডের শত লক্ষ আলোক বর্ষ ভেদে মম প্রান উল্লাসে আজি মহাপ্রলয় গ্রাসে ঐ বিনাশি ভয়ংকর অশনি সংকেত তূর্যনাদে হানে ঘূর্ণি অশান্ত বজ্র ঘাত মাটির অরণ্য ত্রাসে সাগর সৈকত উত্তাল নামে অন্ধকার ভয়াল ধংশের বিস্ফোরণ ধরণীর বুকে নেমে আসে । । বাধ ভাঙা উদ্ধাকাশে তারকারা আলোক উজ্জ্বল চাঁদের গাঁয়ে রবির ছায়া আবীর নাঙ্গা বাড়ায় মায়া যৌবনা নদীর বুকে হিংস্র শ্রূতের জল টলমল । । ভাঙে চর এর কুল বিনাশী জল তরঙ্গে টেউ এর দুলায় নিত্যবধি ঘূর্ণি ফেনায় মাটির সে ক্ষয় , ঐ বিনাশি নাছে অঙ্গে ।

। সিন্দু হতে বিন্দু জলে মেঘ এর ভেলা ভেসে বেড়ায় দিগ দিগন্তে মহাশুন্য চক্রবধি বিচ্ছুরনে অভিমুন্য প্রক্রিতিরই বজ্রাসনে আকাশ মাটির মিলন ঘটায় । । কার সে ছায়া সর্বলোকে দর্পণ হয়ে আঁখির মাঝে ফুঁটায় ভাষা বৈচিত্র্যময় দোদুল দুলে বর্ণীলতায় রহস্যর জটর খুলে অগ্নিরোষে সেই ধামামা কানে বাজে । ।

মস্ত বাধা ভয়ংকরের ছিন্নমুলে ধংশ দেখে হাসে ঈশ্বর মম কেশে কুঞ্জ রাশি বাজল রোধন সর্বনাশী কোন বেশে তার হয় আবির্ভাব সকল শক্তি গ্রাসে অন্তর । । এম , জি , আর মাসুদ রানা । । কবি ও সম্পাদক ।

। রচনা , মিরপুর ঢাকা ১২ ১৬ ১১ / ১২ / ২০১৩ ইং ,

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.