আমাদের কথা খুঁজে নিন

   

হুমায়ূন আহমেদের জন্মদিনে হিমুরা

প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৬৫তম জন্মদিন আজ। তাঁর জন্মদিন উপলক্ষে আজ বুধবার নানা আয়োজন করেন হুমায়ূন ভক্ত একদল তরুণ। তাঁদের পরিচয়, তাঁরা হিমু। তাই তাঁদের ব্যানারের নামও ‘হিমু পরিবহন’।
গতকাল মঙ্গলবার বিকেল চারটায় রাজধানীর শাহবাগ থেকে হুমায়ূন আহমেদের গড়া গাজীপুরের পিরুজালী গ্রামের নুহাশপল্লীর উদ্দেশ্যে রওনা দেয় হিমু পরিবহন।

সেখানে পৌঁছার পর হিমু আর নীলারা প্রস্তুতি নেন জন্মদিন পালনের নানা কর্মসূচি।
গতকাল রাত ১২টায় কেক কেটে এই কর্মসূচির সূচনা করা হয়। এর পর নুহাশপল্লীতে প্রদীপ প্রজ্বলন ও হুমায়ূন আহমেদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা প্রদর্শন। এ সময় এক মিনিট নীবরতার পালনের পর সবাই তাঁকে স্যালুট জানানোর পর প্রথম পর্বের কর্মসূচি শেষ হয়।

কর্মসূচির দ্বিতীয় পর্বে ছিল নুহাশপল্লীর ‘বৃষ্টিবিলাস’-এ গানের আসর।

হিমু পরিবহনের হিমু ও নীলারা হুমায়ূন আহমেদের গান নিয়ে আয়োজন করে এই পর্বের। এর পাশাপাশি পরিবেশন করা হয় ঘেটুপুত্রের নাচ।
হিমু পরিবহনের জুবায়ের কবির তুষার বলেন, ‘স্যারের হিমুকে সবার মাঝে পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের মাঝে স্যারের স্মৃতি অনেকদিন বেঁচে থাকুক। ’



সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.