আমাদের কথা খুঁজে নিন

   

দিলু নাসের এর ছড়া সুনামী হায়ান



সুনামী হায়ান আঘাত হেনেছে সবুজাভ ফিলিপাইনে ঝড়ের গতিকে রুখতে পারেনি পৃথিবীর কোন আইনে সাজানো গোছানো জীবন নিমিষে হয়ে গেছে ছারখার প্রকৃতির কাছে বিজ্ঞানময় মানুষ মেনেছে হার ঝড়ের আঘাতে মানব বসতি হয়ে গেছে আজ ফাঁকা নীল জল আর ধু ধু বিলিয়ারি লাশের মিছিলে ঢাকা সাগরের জলে ভাসছে মানুষ ভাসছে বাড়ীও ঘর লন্ড ভন্ড হয়েছে সাজানো শহর আর বন্দর। ঝড়ের আঘাতে হাজার হাজার প্রাণের হয়েছে ক্ষয় শান্ত স্নিগ্ধ পরিবেশ তাই লাশের গন্ধময় পেটে খাওয়া নেই মুখে দাওয়া নেই কাঁদছে লক্ষ প্রাণ শূন্য দৃষ্টি আকাশে খুঁজছে কেবলই রিলিফযান যাচ্ছে রিলিফ জাহাজ ভর্তি লক্ষ হাজার টন কিন্তু ফিরে আসবে না আর প্রাণের প্রিয়জন । বিরাণ ভুমিতে স্বজন হারানো মানুষের আহাজারি ফিলিপাইনের আকাশ বাতাস করছে এখন ভারী। ফিলিপিনোদের বিষাদগীতি হাওয়ায় হাওয়ায় ভেসে শোকের বার্তা ছড়িয়ে দিচ্ছে পৃথিবীর নানা দেশে তাই অসহায় মানুষ বাঁচাতে সুনামীর মতো বেগে শান্তিকামী মানুষেরা সব আবার উঠেছে জেগে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।