আমাদের কথা খুঁজে নিন

   

রোনালদো বনাম ইব্রাহিমোভিচ

২০১৪ ব্রাজিল বিশ্বকাপে জায়গা পেতে হলে আসন্ন প্লে-অফে অবশ্যই জয় প্রয়োজন ক্রিস্টিয়ানো রোনালদো ও জ্লাতান ইব্রাহিমোভিচের দলের। আর সে লক্ষেই আগামীকাল শুক্রবার মাঠে নামবে দুই তারকা ফুটবলার।

সেক্ষেত্রে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে দুই পর্বের প্লে-অফে যাদের স্কোরলাইন বেশি ভারি ও ওজনদার হবে তারাই সুযোগ পাবে ২০১৪ সালের লাতিন আমেরিকান ফুটবল মহা আয়োজনে।

রোনালদো চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ১৭ ম্যাচে ২৪ গোল করেছেন। আর পর্তুগালের হয়ে ছয় ম্যাচে ছয় বার লক্ষ্যভেদ করেছেন সিআরসেভেন।

অন্যদিকে, ইব্রাহিমোভিচ প্যারিস সেন্ট জার্মেইনের হয়ে ১৫ ম্যাচে ১৪ বার বিপক্ষের জালে বল জড়ান। সুইডেনের হয়েও উজ্জল সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড। দেশের জার্সি গায়ে নয় ম্যাচে করেছেন সাত গোল।

উল্লেখ্য,পর্তুগাল ও সুইডেনের মধ্য দুই পর্বের প্লে-অফের প্রথম পর্ব শুক্রবার লিসবনে ও দ্বিতীয় পর্ব আগামী মঙ্গলবার সোলানায় আয়োজিত হবে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।