আমাদের কথা খুঁজে নিন

   

টিভি হাইলাইটস

দু'পা

প্রতিমাসের ৫ তারিখ কুমিল্লা স্টেশনে মিতু নামে একটি মেয়েকে খুঁজতে আসে নাহিদ। কিন্তু দেখা না পেয়ে প্রতিবারই শূন্য হাতে বাসায় ফিরে আসে। মিতুর সঙ্গে নাহিদের পরিচয় ফোনে। কথায় কথায় ভালোলাগা, ভালোবাসা। ৫ তারিখে এই স্টেশনে তাদের প্রথম দেখা হওয়ার কথা ছিল অথচ মিতু রহস্যজনকভাবে না এসে মোবাইল ফোন বন্ধ করে রাখে।

নাহিদও নাছোড়বান্দা, সে ঠিকই মিতুকে খুঁজতে কুমিল্লা স্টেশনে নিয়মিত আসতে থাকে। এটি দু'পা নাটকের গল্প। রুবেল সিদ্দিকী আনুষের পরিচালনায় এতে অভিনয় করেছেন আরাবী, অন্তু করিম, মাসুম আজিজ, রিফাত চৌধুরী প্রমুখ। প্রচার হবে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মাছরাঙায়।

 

হায়দার হোসেনের কাওয়ালী

শ্রোতাপ্রিয় শিল্পী হায়দার হোসেন।

শুক্রবার পবিত্র মহররম উপলক্ষে আরটিভির বিশেষ গানের অনুষ্ঠানে তিনি কাওয়ালী গান পরিবেশন করবেন। কথা বলবেন কাওয়ালী গানের ভাবধারা, তত্ত্বকথা, উৎপত্তির গূঢ় কথা, বর্তমানে কাওয়ালী গানের জনপ্রিয়তাসহ নানা বিষয় নিয়ে। প্রচার হবে বিকাল ৫টায় আরটিভিতে।

 

আমি আর মা'তে মা-মেয়ে

'সব কাজেই মায়ের উৎসাহটা একটু বেশি। আমার কাছের বন্ধু মা।

মায়ের প্রায় সব গুণই আমার মাঝে প্রোথিত। তাই আমার কাছের মানুষেরা আমাকে মায়ের কপি বলে। ' আরটিভির আমি আর মা'তে মায়ের সামনে কথাগুলো বলছিলেন অভিনেত্রী ফারিয়া।

একজন মানুষের সাফল্যের পেছনে মায়েদের ভূমিকা থাকে সবচেয়ে বেশি। আর মায়েদের নিয়ে আর টিভিতে প্রচার হচ্ছে সেলিব্রেটি টক শোভিত্তিক অনুষ্ঠান 'আমি আর মা'।

তানিয়া আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠানের এবারের পর্বে অতিথি হয়ে আসছেন অভিনেত্রী ফারিয়া ও তার মা। প্রচার হবে রাত ১১টা ২০ মিনিটে আরটিভিতে।

 

জ্যোৎস্না ও জল

এনটিভিতে আজ বেলা ২টা ৩৫ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম 'জ্যোৎস্না ও জল'। তৌকীর আহমেদের রচনায় এটি পরিচালনা করেছেন আরিফ খান। অভিনয় করেছেন বিপাশা হায়াত, মাহফুজ আহমেদ, তারিন, হিল্লোল, আবুল হায়াত, মাসুদ আলী খান, ডলি জহুর প্রমুখ।

গল্পে দেখা যাবে- জ্যোৎস্নার বিয়ে হয়েছে পাঁচ বছর। স্বামী তাজু আর শ্বশুর-শাশুড়িকে নিয়ে তার দিন সুখেই কাটছিল। কিন্তু বংশধরের চিন্তায় শ্বশুর-শাশুড়ি প্রায়ই জ্যোৎস্নার অপারগতার কথা তুলে ছেলে তাজুকে অস্থির করে তোলে। তারা তাজুকে দ্বিতীয় বিয়ের কথা বলে। তাজু বউকে খুবই ভালোবাসে।

তাকে নিয়ে গঞ্জে সিনেমা দেখতে যায়, নৌকা দিয়ে গাঙে ঘুড়তে যায়।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.