আমাদের কথা খুঁজে নিন

   

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় : ছাত্রলীগের এসিড নিক্ষেপ

আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলতে চাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের অপসারণের দাবিতে আন্দোলনরত বিক্ষোভকারীদের উপর ছাত্রলীগের এসিড নিক্ষেপে ৩জন শিক্ষকসহ কমপক্ষে ২০জন শিক্ষার্থী আহত হয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনরত ইংরেজি বিভাগের এক শিক্ষার্থী জানান, টানা এক সপ্তাহ থেকে আন্দোলনের আজ ৬ষ্ঠ দিনে আন্দোলনকারীরা সকাল ১০টার দিকে উপাচার্যের পদত্যাগের দাবিতে দূর্নীতি বিরোধী মঞ্চের একাডেমিক ভবন-৩ এর সামনে অবস্থান নেয়। শান্তিপূর্ণ এ আন্দোলনে বিভিন্ন বিভাগের শিক্ষকরাও অংশগ্রহণ করেন। কিন্তু কিছুক্ষন পরেই জয়বাংলা শ্লোগান দিয়ে বহিরাগত কিছু যুবক ক্যাম্পাসে মিছিল নিয়ে প্রবেশ করে। লাঠিসোটাসহ মিছিলটি একাডেমিক ভবনের সামনে আসলে আন্দোরনকারীদের সাথে সংঘর্ষ বেঁধে যায়।

পরে মিছিল থেকে বিক্ষোভকারীদের উপর এসিড নিক্ষেপ করা হয়। এতে ৩ জন শিক্ষকসহ অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছে। এখনো ক্যাম্পাস উতপ্ত। বিছিন্ন ধাওয়া-পাল্টাধাওয়া চলছে। আহত শিক্ষকদের মধ্যে ব্যবস্থাপনা বিভোগের শিক্ষক ড. মতিউর এবং বাংলা বিভাগের শিক্ষক ড. তুহিন ওয়াদুদকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শিক্ষার্থীদের নাম এখনোও জানা যায়নি বা শিক্ষার্থীরা গোপন করছেন। তবে আন্দোলনকারীদের দাবী ভিসি আন্দোলন দমাতে ছাত্রলীগের কর্মীদের ভাড়া করে এনেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।