আমাদের কথা খুঁজে নিন

   

রিডিং ফর ফেয়ার প্লেজার ...



--১৮শতকের বিদেশী পটভূমিকায় রচিত বইগুলো , কিশোর ক্লাসিক , ওয়েস্টার্ন , অনুবাদ বইগুলো পড়তেই বেশি ভালো লাগে । একটা বই শেষ করলাম মাত্রই , শওকত হোসেনের ওয়েস্টার্ন " মোকাবেলা " . আহা ! মনপাখি টা উড়ে চলে গেলো ১৮১৮ শতকের নিষ্পাপ দুটি রিহদয় লরা ও স্লেডের কাছে । ... --বইটায় মানবীটি অতি সুন্দরী , বিদুষী , মানবিক , সৎ , সরল , আত্মমর্যাদাবোধসম্পন্না । আর চওড়া কাঁধের যুবকটি দীর্ঘদেহী , , অবিচল , স্থির , মাপা , চোখে সারল্য , কঠোর , প্রত্যয়ী , বিশ্বস্ত ও নির্ভরযোগ্য । এঁদের দুজনের মাঝে একজন কাবাব মে হাড্ডি ও ছিল , যার সাথে মেয়েটির বিয়ে ঠিক ছিল !! আমি আকুল হয়ে ছিলাম কখন দুজনের মিলনাত্মক পরিনতি হবে ।

-- আসলেই একটা ভালো/মন্দ বই আমাদের মনোজগৎ কে আমূল পরিবর্তিত করার ক্ষমতা রাখে । মনে পড়ে যাচ্ছে , আমার সবথেকে প্রিয় বই রবার্ট পেন ওয়ারেনের " অল দা কিংস ম্যান " পড়ার পর কতদিন আমি শিহরিত ছিলাম । পুরো রাজনৈতিক পটভূমিকায় রচিত একটা বই । রাজনীতির জটিল , কর্দমাক্ত অলিগলি কখনোই বুঝিনি , বোঝার ইচ্ছে বা আগ্রহ কোনটাই নেই । --কিন্তু , লেখকের চরিত্র চিত্রনের মোহনীয় শক্তির প্রভাবে বহুবার চেয়েছি ডাক্তার স্টান্টনের মত শুভ্র ও উদার হতে !!...বাস্তব জীবনে এখন আমরা সঙ্গী / সঙ্গিনী নির্বাচন করতে বিত্ত , বৈভব , ক্যারিয়ার এসব খুঁজি ।

কিন্তু , আমরা ভুলে যাই সারাদিনের মেকি খোলসগুলো বাইরে রেখে , দিনশেষে সে কিন্তু একজন সাধারণ মানুষ ই । তাই , যে মানুষটার সাথে সহবস্থান করবো , তার চিত্ত যদি প্রাচুর্যে মোড়া না হয় তাহলে আমরা আমাদের সম্পর্ক টার প্রতি ই শ্রদ্ধা হারিয়ে ফেলবো !! --বহুদিন হোল , পত্রিকার প্রথম পাতায় চোখ বুলানো ছেড়ে দিয়েছি । কি আছে ওতে ? সব কিছু নষ্ট দের অধিকারে চলে যাচ্ছে , তাইতো ? হয়তো আমরা আমাদের চারপাশটা বদলানোর ক্ষেত্রে বড় বেশি অসহায় , কিন্তু নিদেনপক্ষে আপন ভুবনটা আলোকিত রাখতে শুভ্র চিন্তার বইগুলো প্রয়োজনীয় রসদ তাতে কোনই সন্দেহ নেই !!... --কিছু এলোমেলো , বিপরীতমুখী ভাবনা পরস্পরকে আঘাত করছে । কিন্তু তা দিয়ে কোন প্রতিমা গড়তে পারছিনা ... তাই , এইটা কি টাইপের স্ট্যাটাস হোল কিছুই বুঝলাম না !!...


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।