আমাদের কথা খুঁজে নিন

   

সোনার দাম আরো কমেছে

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এই সিদ্ধান্তের ফলে প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ১ হাজার ১৬৭ টাকা পর্যন্ত কমছে।
এখন প্রতি ভরির দাম হবে ৪৮ হাজার ৪০৫ টাকা এবং এই দর শুক্রবার থেকে কার্যকর হবে বলে বাজুসের সাধারণ সম্পাদক দেওয়ান আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর আগে গত ১৪ সেপ্টেম্বর সোনার দাম কমিয়েছিলেন দেশের ব্যবসায়ীরা।
শুক্রবার থেকে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনা ৪৮ হাজার ৪০৫ টাকা, ২১ ক্যারেটের সোনা ৪৬ হাজার ২৪৭ টাকা এবং ১৮ ক্যারেটের সোনার দাম হবে ৩৯ হাজার ৬৫৭ টাকা।
এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম কমে ২৭ হাজার ৪১০ টাকা ভরি হবে।


বৃহস্পতিবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা বিক্রি হয়েছে ৪৯ হাজার ৫৭২ টাকায়; ২১ ক্যারেট ৪৭ হাজার ৩৫৫ টাকা এবং ১৮ ক্যারেট ৪০ হাজার ৫৯০ টাকায়।
এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ২৮ হাজার ৩৪৩ টাকা।
সোনার দাম কমলেও প্রতি ভরি ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) রুপার দাম থাকবে আগের মতোই ১ হাজার ২৮৩ টাকা।
আন্তর্জাতিক বাজারে অব্যাহতভাবে দরপতনের কারণে গত এপ্রিল ও মে মাসে এক দফা করে এবং জুন মাসে দুই দফা সোনার দাম কমায় বাজুস।
পরে আবার আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে অগাস্টে সোনার দাম বাড়ানো হয়েছিল।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.