আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বকাপ নিয়ে শঙ্কায় খেদিরা

গত শুক্রবার মিলানে ইতালির বিপক্ষে এক প্রীতি ম্যাচে প্রতিপক্ষের মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলোকে বাধা দিতে গিয়ে নিজেই হাটুতে আঘাত পান রিয়াল মাদ্রিদের এই খেলোয়াড়। পরে চিকিৎসকরা জানান, তার হাটুর একটি লিগামেন্ট ছিড়ে গেছে।
চোট থেকে সেরে উঠতে জাতীয় দলের হয়ে ৪৪টি ম্যাচ খেলা খেদিরার হাটুতে অস্ত্রোপচার করাতে হবে। জার্মানির কোচ জোয়াকিম লো অবশ্য মনে করছেন, বিশ্বকাপের আগেই মাঠে ফিরবেন ২৬ বছর বয়সী এই মিডফিল্ডার।
“সামির (খেদিরা) জন্য এটা খুবই হতাশার ব্যাপার। তবে সবসময়ই সে ইতিবাচক। আর তাই বিশ্বকাপ শুরুর আগেই তার সুস্থ হয়ে ওঠা ও তার খেলার ব্যাপারে আমি আশাবাদী।”
আগামী মঙ্গলবার ওয়েমব্লিতে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে জার্মানি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.