আমাদের কথা খুঁজে নিন

   

বসুন্ধরা এলপি গ্যাস প্রতারক চক্রের মূল হো

বসুন্ধরা এলপি গ্যাসের সুনাম পুঁজি করে ব্যবসা করার আরও একটি চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার আতুরার ডিপো আমিন জুট মিল এলাকায় খাজা গরিবে নেওয়াজ ট্রেডার্সে অভিযান চালিয়ে পুলিশ বসুন্ধরার নকল স্টিকার লাগানো এলপি গ্যাস সিলিন্ডার উদ্ধার করে। অভিযানে মোট উদ্ধারকৃত ২০টি গ্যাস সিলিন্ডারের মধ্যে আটটিই বসুন্ধরার নকল স্টিকার লাগানো। তবে অভিযানে একজনকে আটক করা হয়। এ ব্যাপারে বায়েজিদ থানায় একটি মামলা হয়েছে।

এদিকে বুধবার কর্ণফুলী থানার সিডিএ আবাসিক এলাকা থেকে অভিযানে উদ্ধারকৃত নকল গ্যাস সিলিন্ডার চালানের মূল হোতা মেসার্স তাহের শাহ এন্টারপ্রাইজের মালিক মো. আবু ছাদেক শিবলু পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে কর্ণফুলী থানায় একটি মামলা হয়েছে। মামলার পর থেকেই তিনি পলাতক। একই সঙ্গে বসুন্ধরা, টোটাল, পেট্রিগ্যাসসহ কয়েকটি কোম্পানির নামে চট্টগ্রামসহ সারা দেশে অবৈধভাবে ওজনে কম দিয়ে ক্রেতাদের সঙ্গে প্রতারণার মাধ্যমে বাজারজাত করছে সংঘবদ্ধ প্রতারক চক্রটি। এতে কর্ণফুলীর সিডিএ আবাসিক এলাকায় খোলা একটি জায়গায় গোপন আস্তানা করে তোলে তারা।

এমনভাবে সারা দেশেও বিভিন্ন কোম্পানি ও ক্রেতার সঙ্গে প্রতারণা করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে প্রতিদিন। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে এ ধরনের একটি চক্রের সন্ধান লাভ করেছে কর্ণফুলী থানা পুলিশ। এ ঘটনার বিষয়ে গতকাল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছে বাংলাদেশ এলপি গ্যাস পরিবেশক সমিতি।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.